আধার কার্ডে গন্ডগোল রয়ে গিয়েছে? বদলাতে হবে মোবাইল নম্বর? এবার তার জন্য আর নথি হাতে আধার কেন্দ্রে গিয়ে দাঁড়ানোর প্রয়োজন নেই। নাগরিকদের কাজ সহজ করতে নতুন অ্যাপ নিয়ে হাজির কেন্দ্র। অনলাইনে অনায়াসেই দেখে নেওয়া যাবে কার্ডের আপনার তথ্যে কোনও গন্ডগোল আছে কিনা। থাকলে অনায়াসে এডিটও করে নিতে পারবেন নিজেই।
বুধবারই আত্মপ্রকাশ করেছে আধার অ্যাপ। এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হল এখানে আপনার নির্দিষ্ট তথ্যই প্রকাশ করা হয়। নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ আধার কার্ড শো করা হয় না। শুধু তাই নয়, একটি মোবাইলে অ্যাপ ইনস্টল করা থাকলেই পরিবারের পাঁচজনের আধারের তথ্য আপডেট করা যাবে। সরকারের তরফের এক আধিকারিক জানান, "অত্যাধুনিক মানের এই আধার অ্যাপে প্রত্যেকের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। যাতে খুব সহজে হোটেল কিংবা অন্য স্থানে এই অ্যাপ থেকে ডিজিটাল মাধ্যমেই আধার কার্ড দেখানো যায়, তার জন্য আধার নম্বর হোল্ডার থাকবে।"
কীভাবে ডাউনলোড করবেন আধার অ্যাপ:
- অ্যান্ড্রয়েড ইউজার হলে গুগল প্লে স্টোর আর অ্যাপেল ইউজার হলে অ্যাপেল অ্যাপ স্টোরে যান।
- অফিসিয়াল UIDAI আধার অ্যাপ সার্চ করুন।
- আধার সংক্রান্ত বেশ কিছু অ্যাপ খুঁজে পাবেন। ভেরিফাই করে নিন যে অ্যাপটি ডাউনলোড করতে চলেছেন, তা UIDAI তৈরি করেছে।
- ইনস্টল হলে মোবাইল থেকে অ্যাপটি ওপেন করুন।
- নিজের আধার কার্ডের তথ্য দিলেই OTP অথবা ফেস আই অপশন আসবে।
ইন্টারনেট ছাড়া QR কোড দিয়ে কীভাবে আধার ভেরিফাই করবেন?
- মোবাইলে আধার অ্যাপটি ওপেন করুন।
- এবার অফলাইন ভেরিফিকেশন অথবা QR স্ক্যান অপশনে যান।
- এবার মোবাইলের ক্যামেরা থেকে QR কোড স্ক্যান করুন।
- QR কোড স্ক্যান করেই আধারের তথ্য যাচাই করে নিতে পারবে অ্যাপ।
আধার অ্যাপ থেকে কীভাবে মোবাইল নম্বর ভেরিফাই করবে?
- আধার অ্যাপে লগ ইন করুন।
- হোমে আপডেট আধার ডিটেলস সেকশনে গিয়ে মোবাইল নম্বর আপটেড অপশনটি বেছে নিন
- এবার যে মোবাইল নম্বরটি আধারের সঙ্গে যোগ করতে চান, সেটি লিখে ফেলুন।
- এটি আপনার নম্বরই কিনা, সেই প্রক্রিয়া নিশ্চিত করুন।
- তবে বিনামূল্যে এই আপডেট হবে না। এর জন্য ভরতে হবে ফি। তারপরই প্রক্রিয়া সম্পন্ন হবে।
