ফের বিতর্কে এলন মাস্কের গ্রক (Grok AI)। মাস্কের সংস্থার এআই ফিচারকে হাতিয়ার করে বহু মহিলার স্বল্পবসনা ছবি বানানোর অভিযোগ উঠেছিল। যার জন্য সমালোচনায় বিদ্ধ হতে হয় এক্স-এর মালিককে। সোশাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়। যার জেরে শেষমেশ সেই ফিচার নিষিদ্ধ করতে বাধ্য হয় গ্রক। কিন্তু এবার সামনে এল আরও বিস্ফোরক তথ্য। ফিচারটি বন্ধ হওয়ার আগেই নাকি শিশু ও মহিলাদের ২৫ লক্ষেরও বেশি অশ্লীল, খোলামেলা ছবি তৈরি করা হয়েছে।
গ্রকের কাছে মহিলাদের স্বচ্ছ বিকিনি পরানোর ‘আবদার’ করতেই তা পূরণ করা হচ্ছিল। অতি সহজেই একজনের মুখে অন্যের অর্ধনগ্ন শরীর জুড়ে দিচ্ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা। এমনকী নিজেকেও বিকিনি পরিয়ে দিয়েছিলেন এলন মাস্ক। শুধু তাই নয়, সেসব ছবি ছড়িয়ে দেওয়া সোশাল মিডিয়াতেও। অর্থাৎ অনেকেই এআই দিয়ে তৈরি নিজেদের নগ্ন ছবি খুঁজে পেয়েছেন ইন্টারনেটে। এক্সের এহেন ঘৃণ্য ট্রেন্ড ঘিরে সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া।
সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট (CCDH) জানাচ্ছে, প্রায় ৩০ লক্ষ বিকিনি পরা, অশ্লীল ছবি প্রকাশ্যে এসেছে। যার মধ্যে মাত্র দু'সপ্তাহে ২৩ হাজার শিশুদের ছবি এবং বাকি মহিলাদের ছড়িয়ে পড়ে। এক্সের এই নয়া ফিচারে শুধু নারী এবং শিশুদের সম্মানহানিই হয়নি, প্রশ্ন ওঠে, বিনা অনুমতিতে কীভাবে কারও মুখ ব্যবহার করে তাদের নগ্ন ছবি তৈরি করে নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হল? পরবর্তীতে একাধিক দেশের সরকার এহেন কাণ্ডের বিরুদ্ধে সরব হয়। দ্রুত ফিচারটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। চাপে পড়ে শেষমেশ ফিচারটি বন্ধ করে এক্স। কিন্তু মাস্কের সংস্থার কর্মকাণ্ডে রীতিমতো আতঙ্কে বহু মহিলা!
