shono
Advertisement
whatsapp

ইউজারদের জন্য বছরভর আপডেট হতেই থাকে WhatsApp, একনজরে ২০২৫-এর ফিচারগুলো

২০০৯ সালে ভারতে পথচলা শুরু হোয়াটসঅ্যাপের।
Published By: Tiyasha SarkarPosted: 02:10 PM Jul 04, 2025Updated: 02:10 PM Jul 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি সকলেই দিনভর বুঁদ হোয়াটসঅ্যাপে। তাঁদের কাছে অ্যাপটিকে আরও আকর্ষণীয় করতে নিয়মিত ছোটো-খাটো আপডেট আনতেই থাকে সংস্থা। চলুন একনজরে দেখে নেওয়া যাক চলতি বছর অর্থাৎ ২০২৫-এ কোন কোন ফিচার যুক্ত হয়েছে জুকারার্গের হোয়াটসঅ্যাপে।

Advertisement

গোপনীয়তা ও সুরক্ষা

১. এসেছে চ্যাট এক্সপোর্ট, অটো-ডাউনলোড ফিচার ব্লকিংয়ের সুবিধা। পাসওয়ার্ড ফিচার আরও সুরক্ষিত করা হয়েছে।
২. ফোন নম্বর গোপন করে ইউনিক নাম ব্যবহার করে অ্যাপ ব্যবহারের সুবিধা।
৩. গ্রুপের অপরিচিত সদস্যদের ব্যক্তিগত মেসেজ ব্লক। কেউ অহেতুক মেনশন করে বিরক্ত করলে তা-ও আটকানো সম্ভব এখন।
৪. আগের তুলনায় আরও সুরক্ষিত করা হয়েছে 'ভিউ ওয়ান্স' ফিচার।

মিডিয়া ও স্টেটাস

১. এখন পাঠানো যাচ্ছে HD কোয়ালিটির ছবি ও ভিডিও।
২. বাড়ানো হয়েছে প্রেরিত ও গৃহীত ভিডিওর সময়সীমা।
৩. নতুন করে সাজানো হয়েছে স্টেটাস সেকশন। গোটা অ্যাপের লুকেই এসেছে বদল।


৪. স্টিকার সেকশনকেও সাজানো হয়েছে। যাতে কম ডেটা খরচ হয় সেদিকে নজর দেওয়া হয়েছে।
৫. সহজেই কারও স্টেটাসের রিপ্লাইয়ে ইমোজি পাঠানোর সুবিধা।
৬. একবারে একসঙ্গে ১০০ ছবি ও ভিডিও পাঠানোর সুযোগ।
৭. ফেসবুকের ধাঁচে হোয়াটসঅ্যাপ স্টেটাসেও যুক্ত করা যাচ্ছে গান।

AI পাসওয়ার্ড টুল ও ব্যাবসায়িক ফিচার

১. এসেছে মেসেজ সামারাইজ ফিচার। গ্রুপে দীর্ঘক্ষণের জমে থাকা মেসেজের মূল বক্তব্য জেনে নেওয়া যায় এক ক্লিকেই।
২. ব্যবসায়িক হোয়াটসঅ্যাপে একাধিক বদল এসেছে, যা কম সময়ে বেশি মানুষের কাছে পৌঁছতে সাহায্য করে।
৩. এআই এর সাহায্যে ডিসপ্লে ছবি তৈরির সুবিধা।
৪. বৃহত্তর ক্ষেত্রে ব্যবসায়ীদের ভিডিও ও ভয়েস কল করা ও রিসিভ করার সুযোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসেছে চ্যাট এক্সপোর্ট, অটো-ডাউনলোড ফিচার ব্লকিংয়ের সুবিধা।
  • ফোন নম্বর গোপন করে ইউনিক নাম ব্যবহার করে অ্যাপ ব্যবহারের সুবিধা।
  • এসেছে মেসেজ সামারাইজ ফিচার।
Advertisement