shono
Advertisement
Republic Day

দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের সাক্ষী হবেন? অনলাইনেই কাটুন টিকিট

জেনে নিন হালহদিশ।
Published By: Biswadip DeyPosted: 08:42 PM Jan 24, 2025Updated: 08:42 PM Jan 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবারের মতোই দিল্লির কর্তব্যপথে জমকালো কুচকাওয়াজ হবে সাধারণতন্ত্র দিবসে। যার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, সামরিক ক্ষমতা ও প্রযুক্তির উন্নয়নকে তুলে ধরা হবে। আর সেই প্যারেডের সাক্ষী হতে গেলে অফলাইনের পাশাপাশি অনলাইনেও কাটা যাবে টিকিট। জানুন কী উপায়ে বাড়ি বসেই পেয়ে যাবেন দিল্লির সাধারণতন্ত্র দিবস চাক্ষুষ করার সুবর্ণ সুযোগ।

Advertisement

প্রথমেই প্রতিরক্ষা মন্ত্রকের অনলাইন বুকিং পোর্টালে যেতে হবে। যার ঠিকানা www.aamantran.mod.gov.in.। এছাড়াও 'আমন্ত্রণ' অ্যাপটি ডাউনলোড করেও টিকিট কাটতে পারেন। আইওএস কিংবা অ্যান্ড্রয়েড, দুই ধরনের ফোনেই এটি ডাউনলোড করা যাবে।
যদি আপনি ইউজার হন, তাহলে রেজিস্টার করতে হবে। সেজন্য নিজের নাম, ইমেল আইডি, মোবাইল নম্বরের মতো তথ্য সেখানে লিখতে হবে। তবে যদি আপনি আগে থেকেই রেজিস্টার করে থাকেন, তাহলে স্রেফ লগইন করলেই হবে।

আর লগইন করার পরই আপনি দেখতে পাবেন ২৩ জানুয়ারি, ২৮ জানুয়ারির পাশাপাশি ২৬ জানুয়ারির টিকিটও বিক্রি হচ্ছে। যেহেতু নেতাজির জন্মজয়ন্তী হয়ে গিয়েছে, তাই বাকি দুটিই এখন লভ্য। আর সেজন্য ব্যক্তিগত তথ্য দিতে হবে। যেমন, নাম, ঠিকানা ও আইডি প্রুফ নম্বর (আধার, প্যান, ভোটার আইডি ইত্যাদি)। সংরক্ষিত টিকিটের দাম পড়বে ১০০ টাকা। অসংরক্ষিত টিকিটের দাম মাত্র ২০ টাকা। আর সেই অর্থ অনলাইনে পাঠিয়ে দিলেই ইমেল ও এসএমএসে পেয়ে যাবেন ই-টিকিট। মনে রাখবেন, কুচকাওয়াজ দেখতে যাওয়ার সময় অবশ্যই সেই টিকিটের প্রিন্টেড অথবা ডিজিটাল কপি সঙ্গে রাখতে হবে।

এছাড়া অফলাইনেও পাবেন টিকিট। টিকিট পাবেন-

সেনা ভবন (গেট নং ২)

শাস্ত্রী ভবন (৩ নং গেটের কাছে)

যন্তর মন্তর (মেইন গেটের কাছে)

প্রগতি ময়দান (গেট নং ১)

রাজীবচক মেট্রো স্টেশন (গেট ৭ ও ৮)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিবারের মতোই দিল্লির কর্তব্যপথে জমকালো কুচকাওয়াজ হবে সাধারণতন্ত্র দিবসে।
  • আর সেই প্যারেডের সাক্ষী হতে গেলে অফলাইনের পাশাপাশি অনলাইনেও কাটা যাবে টিকিট।
  • জানুন কী উপায়ে বাড়ি বসেই পেয়ে যাবেন দিল্লির সাধারণতন্ত্র দিবস চাক্ষুষ করার সুবর্ণ সুযোগ।
Advertisement