shono
Advertisement
iPhone 16

স্টোরের সামনে দীর্ঘ লাইন, আইফোন ১৬ ঘিরে দেশভর উন্মাদনা তুঙ্গে

ভাইরাল ভিডিও দেখলে তাক লাগবেই।
Published By: Biswadip DeyPosted: 04:41 PM Sep 21, 2024Updated: 04:41 PM Sep 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ফোনপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান। আত্মপ্রকাশ করেছে আইফোন ১৬। শুক্রবার থেকেই শুরু হয়েছে বিক্রি। তার আগে, বৃহস্পতিবার রাত থেকেই মহার্ঘ ফোনটি কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ক্রেতাদের। মুম্বইয়েরই এক স্টোরে দেখা গিয়েছে এই দৃশ্য। পাশাপাশি দেশের সর্বত্রই শুক্রবার সকাল থেকেই অ্যাপল স্টোরগুলি কার্যত ঘিরে ফেলেন ফোনপ্রেমীরা। ভাইরাল হয়ে গিয়েছে এমন নানা ভিডিও।

Advertisement

স্টোরের পাশাপাশি বিভিন্ন ই-কমার্স সাইটেও শুরু হয়েছে বুকিং। ১৩ সেপ্টেম্বর থেকেই তা শুরু হয়েছে। তার চারদিন আগে ৯ তারিখেই সারা বিশ্বের ৬০টি দেশে নতুন সিরিজের আইফোনটি বাজারজাত করে সংস্থা। তার পর থেকেই অন্যান্য আইফোনের মতো এই ফোনটির জন্যও শুরু হয়েছে উন্মাদনা। প্রসঙ্গত, আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই চারটি মডেল মিলছে বাজারে। আর তা কিনতে লোকজন এক রাজ্য থেকে পাড়ি দিচ্ছে অন্য রাজ্যেও। গুজরাট থেকে মুম্বই কিংবা উত্তরপ্রদেশ থেকে দিল্লি গিয়ে অনেকেই মুঠোবন্দি করেছেন সাধের আইফোন ১৬।

কেন এত উন্মাদনা? আগের মডেলগুলোর থেকে কতটা আলাদা আইফোন ১৬? আকারে বাড়ছে মোবাইল ফোনটির ডিসপ্লে। সংস্থা সূত্রে খবর, প্রো মডেলের ডিসপ্লের আকার বেড়ে হচ্ছে যথাক্রমে ৬.৩ ইঞ্চি এবং ৬.৯ ইঞ্চি। ডিসপ্লের আকার বাড়লেও ফোনের আকার বাড়বে না। এমনটা কীভাবে সম্ভব? আসলে ডিসপ্লের বেজেল আরও পাতলা করা হয়েছে নতুন এই সিরিজ। তবে নন প্রো মডেল ১৬, ১৬ প্লাসের আকার বা বেজেলে কোনও পরিবর্তন হচ্ছে না বলেই জানা গিয়েছে।

সেই সঙ্গেই ক্যামেরার লেন্সেও পরিবর্তন করা হয়েছে। ফেরানো হচ্ছে পাঁচ বছর আগের আইফোনের ক্যামেরার ধাঁচ। ব্যাটারির সক্ষমতাও বেড়েছে। প্রো মডেলে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট, ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং তো থাকছেই। অন্যদিকে নন প্রো মডেলে থাকছে যথাক্রমে ২৭ ওয়াট আর ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট। আপগ্রেড করা হয়েছে প্রসেসরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আত্মপ্রকাশ করেছে আইফোন ১৬। শুক্রবার থেকেই শুরু হয়েছে বিক্রি।
  • তার আগে, বৃহস্পতিবার রাত থেকেই মহার্ঘ ফোনটি কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ক্রেতাদের।
  • পাশাপাশি দেশের সর্বত্র শুক্রবার সকাল থেকে অ্যাপল স্টোরগুলি কার্যত ঘিরে ফেলেন ফোনপ্রেমীরা। ভাইরাল হয়ে গিয়েছে এমন নানা ভিডিও।
Advertisement