shono
Advertisement
Reliance Jio

নতুন বছরে দুরন্ত প্ল্যান জিওর! ডেটা নয়, কেবল ভয়েস কল ও এসএমএসের জন্য

ডেটা না থাকলেও এই অফারে থাকছে নয়া চমক।
Published By: Biswadip DeyPosted: 09:19 PM Jan 23, 2025Updated: 09:19 PM Jan 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে নতুন প্ল্যান। নিয়ে এল দেশের জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক সংস্থা জিও। কিন্তু মুকেশ আম্বানির সংস্থার নতুন অফার কেবল ভয়েস কল ও এসএমএসের জন্য। কোনও রকম ডেটা মিলবে না এই প্ল্যানে রিচার্জ করলে। আসলে ট্রাই সম্প্রতি সমস্ত টেলিকম সংস্থার জন্য বাধ্যতামূলক করেছে এই ধরনের স্পেশাল ট্যারিফ ভাউচার্স আনার জন্য। সেই নির্দেশ মেনেই এমন অফার নিয়ে এল জিও।

Advertisement

মোট দুটি প্ল্যান রয়েছে। একটি ৪৫৮ টাকার প্ল্যান। অন্যটি ১৯৫৮ টাকার। প্রথম প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিনের। মিলবে আনলিমিটেড ভয়েস কল পরিষেবা এবং ১ হাজার এসএমএস। তাছাড়া ডেটা না দেওয়া হলেও জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন মিলবে এই প্ল্যানে। এর জন্য কোনও আলাদা খরচ লাগবে না। এবং সেটি বৈধ থাকবে যতদিন প্ল্যানটির বৈধতা থাকবে, ততদিন।

দ্বিতীয় প্ল্যান অর্থাৎ ১৯৫৮ টাকার প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কল পরিষেবা এবং ৩ হাজার ৬০০ এসএমএস। এটির বৈধতা ৩৬৫ দিনের। একই ভাবে এখানেও থাকছে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন। এবং তা বৈধ থাকবে ৩৬৫ দিনই। বলে রাখা ভালো, একই ভাবে ভারতী এয়ারটেলও নতুন প্ল্যান এনেছে যা কেবল ভয়েস কল ও এসএমএস পরিষেবার জন্য।

উল্লেখ্য, নতুন বছরে আগেই নতুন রিচার্জ প্যাক নিয়ে এসেছে জিও। ২০২৫ সালে ২০২৫ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ ২০০ দিন। দৈনিক ২.৫ জিবির ডেটা হিসাবে ৫০০ জিবি ৪জি ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০টি এসএমএস পরিষেবা পাওয়া যাচ্ছে। সঙ্গে যে সমস্ত শহরে বা এলাকায় ৫জি কানেকশন রয়েছে সেখানে আনলিমিটেড ৫জি পরিষেবা পাবেন গ্রাহকরা। তাছাড়া জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউডের বিনামূল্যের সাবস্ক্রিপশন থাকছেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন বছরে নতুন প্ল্যান। নিয়ে এল দেশের জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক সংস্থা জিও।
  • কিন্তু মুকেশ আম্বানির সংস্থার নতুন অফার কেবল ভয়েস কল ও এসএমএসের জন্য।
  • কোনও রকম ডেটা মিলবে না এই প্ল্যানে রিচার্জ করলে।
Advertisement