shono
Advertisement
YouTube

ইউটিউবাররা সাবধান! ১৫ জুলাই থেকে আর করা যাবে না এই কাজটি

আসছে নয়া নিয়ম।
Published By: Subhodeep MullickPosted: 05:54 PM Jul 05, 2025Updated: 06:32 PM Jul 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিডিও প্ল্যাটফর্ম হিসাবে ইউটিউবের জনপ্রিয়তা এখন তুঙ্গে। শুধু তাই নয়, সারা বিশ্বে এটি এখন রুটি-রুজি জোগাড়ের মাধ্যমও হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে এবার ইউটিবারদের কাজকর্মে রাশ টানতে চলেছে সংস্থাটি। জানা গিয়েছে, আগামী ১৫ জুলাই থেকে ইউটিউব তাদের নিয়মে বদল আনতে চলেছে। নয়া এই নিয়ম অনুযায়ী, ইউটিউবাররা আর তাঁদের পুরনো ভিডিও দ্বিতীয়বার আপলোড করে সেখান থেকে আয় করতে পারবেন না।

Advertisement

কিন্তু কেন সিদ্ধান্ত? সূত্রের খবর, যে ইউটিউবাররা ভালো কাজ করছেন তাঁদের সুরক্ষা প্রদান এবং প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধ করার লক্ষ্যেই নয়া এই নিয়ম আনতে চলেছে সংস্থাটি। আসলে অনেক ইউটিউবাররাই তাঁদের চ্যানেলে নিজেদের পূর্ব প্রকাশিত ভিডিও ফের আপলোড করেন এবং সেখান থেকে অনৈতিকভাবে আয় করেন। শুধু তাই, সাম্প্রতিক অতীতে এটাও দেখা গিয়েছে, বেশ কিছু ইউটিউবার তাঁদের চ্যানেলে অন্য ইউটিবারের বানানো ভিডিও কিংবা কৃত্রিম মেধা দ্বারা তৈরি করা ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করছেন। এই ধরনের অন্যায্য কার্যকলাপ থেকে ইউটিউবারদের বিরত রাখতে এবং প্ল্যাটফর্মের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলতে নয়া এই পদক্ষেপ করতে চলেছে সংস্থাটি।

সংস্থাটির তরফে জানানো হয়েছে, 'ইউটিউব পার্টনার প্রোগ্রাম' সর্বদা ইউটিউবারদের নিজস্ব বানানো ভিডিও প্ল্যাটফর্মটিতে আপলোড করার নির্দেশ দিয়ে এসেছে। কিন্তু এই নিয়ম লঙ্ঘন হচ্ছে। তাই আগামী ১৫ জুলাই থেকে ইউটিউবে আপলোড করা সমস্ত ভিডিওগুলি মূল্যায়ন করবে সংস্থাটি এবং সেই অনুযায়ী নির্মাতাদের পারিশ্রমিক দেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভিডিও প্ল্যাটফর্ম হিসাবে ইউটিউবের জনপ্রিয়তা এখন তুঙ্গে।
  • শুধু তাই নয়, সারা বিশ্বে এটি এখন রুটি-রুজি জোগাড়ের মাধ্যমও হয়ে উঠেছে।
  • এই পরিস্থিতিতে এবার ইউটিবারদের কাজকর্মে রাশ টানতে চলেছে সংস্থাটি।
Advertisement