সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইফোন মানেই পকেট গরম! অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পার্স অপেক্ষাকৃত হালকা। দুই ইউজারদের জন্য একই পণ্যের দামে পার্থক্য এনে যেন এমনটাই প্রমাণ করতে চাইল জেপ্টো (Zepto)! যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
ঠিক কী ঘটেছে? সম্প্রতি বেঙ্গালুরুর এক মহিলা ভিনিতা সিংয়ের একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, অ্যান্ড্রয়েড এবং আইফোনে ক্যাপসিকামের দামের ফারাক আকাশ-পাতাল। আসলে জেপ্টো অ্যাপে ৫০০-৬০০ গ্রাম ক্যাপসিকামের অর্ডার দিচ্ছিলেন তিনি। সেই সময়ই দুই আলাদা ভার্সানের ফোনে তাঁর চোখে পড়ে সম্পূর্ণ ভিন্ন মূল্য। অ্যান্ড্রয়েডে যেখানে ওই পরিমাণ ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে ২১ টাকায়, সেখানে আইফোনের জেপ্টো অ্যাপে তারই দাম ১০৭ টাকা! হ্যাঁ, ঠিকই পড়েছেন। দুই ভার্সানে মূল্যের তারতম্য ঠিক এতখানিই।
হর্স পাওয়ার নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা ভিনিতা সিং গোটা ঘটনায় ক্ষোভ উগরে দেন সমাজ মাধ্যমে। লিংকড্ ইন পোস্টে স্ক্রিনশটটি শেয়ার করে প্রশ্ন তুলেছেন, অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে কেন দামের এত পার্থক্য? একই জায়গা থেকে একই পরিমাণ ক্যাপসিকাম অর্ডার করেও আলাদা দাম কেন দিতে হবে? জেপ্টোর থেকে এবিষয়ে ব্যাখ্যাও চেয়েছেন তিনি। তাঁর এহেন পোস্টের পরই এই ই-কমার্স সাইটকে একহাত নিয়েছে নেটিজেনদের একাংশও। যদিও এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি জেপ্টোর তরফে।
উল্লেখ্য, দিন কয়েক আগে এমনই এক ঘটনায় শিরোনামে উঠে এসেছিল অ্যাপ ক্যাব সংস্থা উবেরের নাম। একই গন্তব্যের জন্য আইফোনের ইউজারদের থেকে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। এমন অভিযোগ ওঠায় সংস্থার কাছ থেকে ব্যাখ্যা চায় কেন্দ্র সরকার। তবে এমন অভিযোগ অস্বীকার করে উবের জানায়, ভিন্ন মোবাইলে ভিন্ন দাম দেখায় না তারা। এবার একই অভিযোগে বিদ্ধ জেপ্টো।