shono
Advertisement

বিপজ্জনকভাবে বাজি পোড়ানোর প্রতিবাদের মাসুল, ছুরি মেরে যুবককে খুন ৩ কিশোরের

গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে।
Posted: 12:44 PM Oct 25, 2022Updated: 12:44 PM Oct 25, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির (Diwali) দিন বাজি পোড়ানো নিয়ে প্রতিবারেই বিবাদে জড়িয়ে পড়েন সাধারণ মানুষ। তার অন্যথা হল না এই বছরেও। বাজি পোড়াতে বারণ করায় এক ব্যক্তিকে খুন করল তিন নাবালক। দু’পক্ষের মধ্যে বচসা চলাকালীন ব্যক্তির গলায় বারবার ছুরির কোপ বসায় তিন অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তৃতীয় নাবালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

দিওয়ালির রাতে মুম্বইতে (Mumbai) এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুনীল নায়ডু। তাঁর বয়স ২১ বছর। ঘটনার সূত্রপাত বাজি পোড়ানো ঘিরেই। কাঁচের বোতলের মধ্যে বাজি ভরে ফাটাচ্ছিল অভিযুক্ত এক কিশোর। খোলা রাস্তার মধ্যে এই কাণ্ড দেখে প্রতিবাদ করেন সুনীল। ১২ বছর বয়সি ওই অভিযুক্তকে তিনি বলেন, এইভাবে বাজি ফাটানো উচিত নয়।

[আরও পড়ুন: উপাচার্য বিতর্ক: কোর্টে ধাক্কা রাজ্যপালের, আচার্য অপসারণে বিল আনছে কেরলের বাম সরকার]

বারণ করা থেকেই গণ্ডগোলের সূত্রপাত। অভিযুক্ত নাবালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন সুনীল। সেখানে উপস্থিত হয় নাবালকের দুই বন্ধু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৫ বছর। দু’পক্ষের মধ্যে বচসা তুঙ্গে ওঠে। হাতাহাতি শুরু হয়ে যায়। তার মধ্যেই আচমকা সুনীলের গলায় ছুরির কোপ দেয় ১৫ বছর বয়সি নাবালক। এলোপাথাড়ি ছুরির আঘাতে গুরুতর জখম হন সুনীল।

রক্তাক্ত অবস্থায় সুনীলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই শিবাজি নগর থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ১২ বছর বয়সি তৃতীয় নাবালক বেপাত্তা। তাকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

[আরও পড়ুন: কেনিয়া সরকারের ভূমিকায় অসন্তুষ্ট, দুই ভারতীয় যুবকের ‘খুনে’র ঘটনায় কড়া বার্তা বিদেশমন্ত্রকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement