shono
Advertisement

সমাজকর্মী তিস্তাকে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট

‘প্রমাণ জালিয়াতির’ অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
Posted: 08:45 AM Jul 02, 2023Updated: 08:45 AM Jul 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজকর্মী তিস্তা শীতলবাদের (Teesta Setalvad) জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল গুজরাট হাই কোর্ট (Gujarat High Court)। শনিবার আদালত তাঁকে ‘দ্রুত আত্মসমর্পণের’ নির্দেশ দিয়েছিল। তবে এদিন সন্ধ‌্যাতেই এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন সমাজকর্মীর আইনজীবী। রাতেই দুই বিচারপতির বেঞ্চে বিষয়টির শুনানি হয়। তবে, তাঁদের মধ্যে মতবিরোধ হওয়ায় মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপরই তাঁকে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছে বৃহত্তর বেঞ্চ।

Advertisement

উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ক্লিন চিট দেওয়ার পর তিস্তা শীতলবাদের বিরুদ্ধে ‘প্রমাণ জালিয়াতির’ অভিযোগে মামলা করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী মোদির ভাবমূর্তি কালিমালিপ্ত করার লক্ষ্যে এই কাজ করেছিলেন। গুজরাট পুলিশ এফআইআর নথিভুক্ত করার পরে ২০২২-এর ২৫ জুন সমাজকর্মী তিস্তা শীতলবাদকে গ্রেফতার করা হয়।

[আরও পড়ুন: শুরুতেই সমস্যা, কলকাতা লিগে পিছোতে পারে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ!]

সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলে তাঁকে গুজরাটের সবরমতী জেল থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা এখনও বিচারাধীন। শনিবার গুজরাট হাই কোর্ট শীতলবাদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাঁকে যত দ্রুত সম্ভব আত্মসমর্পণের নির্দেশ দেয়। বিচারপতি নির্জর দেশাই এই নির্দেশ দেওয়ার পর আইনজীবী মিহির ঠাকোরে আদালতের কাছে এই নির্দেশ কার্যকর করার জন্য ৩০ দিন সময়ের আবেদন করলেও আদালত সেই আবেদনে সাড়া দেয়নি।

[আরও পড়ুন: ২৭ বছর পর ডুরান্ড কাপে বিদেশি দল, এক গ্রুপে পড়তে পারে দুই প্রধান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement