সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন আগেই গ্রেপ্তার হয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সোশাল মিডিয়ায় আলাপের পর হাউসপার্টিতে এক অনুরাগীকে ডেকে ধর্ষণ করার। শুক্রবার অভিনেতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। যা এখনও হাতে এসে পৌঁছায়নি। তবে তা যদি অভিযোগের পক্ষে সদর্থক হয়, তাহলে আশিসের জন্য তা যে একেবারেই স্বস্তিদায়ক হবে না সে কথা বলাই বাহুল্য।
শুক্রবার, দিল্লির এইমসে অভিনেতার মেডিক্যাল পরীক্ষা হয়। এপ্রসঙ্গে দিল্লি পুলিশের অধিকর্তা ইতিমধ্যেই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "অভিনেতার মেডিক্যাল পরীক্ষা এই ধর্ষণকাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ।" একইসঙ্গে আরও জানান, "গোয়া থেকে প্রথমে আশিসকে গ্রেপ্তার করার জন্য পৌঁছালেও সে সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে তাঁকে পুণে থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে অভিনেতা এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
উল্লেখ্য, অভিযোগকারিনীর অভিযোগ অনুযায়ী, গত ২ আগস্ট তাঁকে দিল্লিতে একটি হাউসপার্টি চলাকালীন শৌচালয়ের মধ্যে বন্ধ করে তাঁর উপর নির্যাতন চালান অভিনেতা। ১১ আগস্ট অভিনেতা আশিস কাপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। তার উপর ভিত্তি করেই অভিনেতার খোঁজ শুরু করেন পুলিশ। শুধুই আশিস নন একইসঙ্গে আরও বেশ কিছুজনের। তার আরও অভিযোগ, বেশকিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে মিলেই অভিনেতা ওই মহিলাকে ধর্ষণ করেন। আরও জানা যায়, আশিস ও তাঁর বন্ধু অভিযোগকারিনীকে ধর্ষণ করাকালীন তাঁর বন্ধুর স্ত্রী বলপূর্বক তাঁকে আটকে রেখেছিল। পরে তিনজনকে অনেকক্ষণ দেখতে পেয়ে পার্টিতে আসা বাকিরা খোঁজাখুঁজি শুরু করলে তাঁদের শোচালয় থেকে উদ্ধার করেন।
