shono
Advertisement

Breaking News

Rooqma Ray

নতুন পথচলা শুরু রুকমার, এবার কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?

এবার অন্য আরও এক ভূমিকায় দেখা যাবে রুকমাকে।
Published By: Arani BhattacharyaPosted: 09:53 PM Aug 02, 2025Updated: 04:25 PM Aug 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়। তাঁর গুণমুগ্ধের সংখ্যাও কম নয়। ধারাবাহিক থেকে সিরিজ সব মাধ্যমেই তার অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছে। এবার অভিনয়ের পাশাপাশি নতুন জার্নি শুরু করলেন রুকমা। এবার অন্য আরও এক ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Advertisement

অভিনয়ের পাশাপাশি নিজের নতুন শাড়ির ব্র্যান্ড নিয়ে আসছেন রুকমা। শাড়ির প্রতি তাঁর নিজের ভালোবাসা তো আছেই একইসঙ্গে তাঁর নতুন এই পথচলায় প্রেরণা জুগিয়েছে বাঙালি নারীর শাড়ির প্রতি আদি ও অকৃত্রিম ভালোবাসা। অভিনেত্রীর নতুন জার্নি নিয়ে জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। ফোনের ওপার থেকে রুকমা বলেন, "শাড়ির নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করতে চলেছি। সমস্ত কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আমি এটা নিয়ে খুব উচ্ছ্বসিত। শাড়ি সবাইকে পরলে ভালো লাগে। তাই আমি চাই যে আমার ব্র্যান্ডের শাড়ি যাঁরা কিনবেন তাঁদের আমি যেন নিজের পরিবারের মতোই হবেন। তাঁদের যেন আমি সেরা শাড়িটা দিতে পারি।"

 

একইসঙ্গে রুকমা আরও বলেন, "আমার কোনও ডিজাইনার নেই। আমি নিজেই সবটা করছি। আমি নিজেও শাড়ি পরতে খুব ভালোবাসি। তাই এই ভাবনা। এখনও অনলাইনেই সবটা শুরু করেছি। আমার ব্র্যান্ডের নাম 'ফেমে: বাই রুকমা রায়', যার অর্থ হচ্ছে গ্রীক দেবী। অভিনয়ের মধ্যেও সময় বের করে এই নতুন পথচলা শুরু করছি। পুজোর আগেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে নতুন ব্র্যান্ড। তবে এসবের মধ্যেও অভিনয়ই আমার প্রথম ভালোবাসা থাকবে। খুব তাড়াতাড়ি নতুন কাজ নিয়েও ফিরব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিনয়ের পাশাপাশি নিজের নতুন শাড়ির ব্র্যান্ড নিয়ে আসছেন রুকমা।
  • শাড়ির প্রতি তাঁর নিজের ভালোবাসা তো আছেই একইসঙ্গে তাঁর নতুন এই পথচলায় প্রেরণা জুগিয়েছে বাঙালি নারীর শাড়ির প্রতি আদি ও অকৃত্রিম ভালোবাসা।
  • রুকমা বলেন, "আমার কোনও ডিজাইনার নেই। আমি নিজেই সবটা করছি। আমি নিজেও শাড়ি পরতে খুব ভালোবাসি।"
Advertisement