shono
Advertisement
Ruhanika Dhawan

'দাঁড় করাতে বলায় আরও বাড়ল গাড়ির গতি...', অ্যাপ ক্যাবে ভয়ংকর অভিজ্ঞতা অভিনেত্রীর

অ্যাপ ক্যাব চড়ে বিপদে পড়লেন 'ইয়ে হ্যায় মহব্বতে' ধারাবাহিক খ্যাত অভিনেত্রী রুহানিকা ধাওয়ান।
Published By: Sayani SenPosted: 05:26 PM Jan 24, 2026Updated: 05:26 PM Jan 24, 2026

অ্যাপ ক্যাবে উঠে দুঃসহ অভিজ্ঞতার সাক্ষী হন অনেকেই। সোশাল মিডিয়ায় মাঝেমধ্যে সে অভিযোগ সামনে আসে। এবার অ্যাপ ক্যাব চড়ে বিপদে পড়লেন 'ইয়ে হ্যায় মহব্বতে' ধারাবাহিক খ্যাত অভিনেত্রী রুহানিকা ধাওয়ান। আর এই ঘটনার পরই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

Advertisement

কলেজ থেকে ফেরার পথে অ্যাপ ক্যাবের অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী। তিনি জানান, কলেজ থেকে ফেরার সময় প্রতিদিন অ্যাপ ক্য়াবে চড়তেন। একই রাস্তা দিয়ে যাতায়াত করতেন প্রতিদিন। তাই রাস্তাটি চেনা ছিল তাঁর। একদিন তিনি দেখেন, অ্যাপ ক্যাব চালক অন্য রাস্তায় ঢুকে পড়ে। জিপিএস থাকা সত্ত্বেও কেন অন্য রাস্তা দিয়ে যাচ্ছে অ্যাপ ক্যাব, তা বুঝতে পারেনি অভিনেত্রী। তাঁকে বারণ করেন। অ্যাপ ক্য়াব চালক সেকথা শোনেননি। পরিবর্তে ওই ভুল রাস্তা দিয়ে এগোতে থাকে অ্যাপ ক্যাব।

বারবার বারণে কোনও কাজ না হওয়ায় চিৎকার চেঁচামেচি শুরু করেন অভিনেত্রী। পরিস্থিতি বেগতিক বুঝে অ্যাপ ক্যাব চালক গাড়ি থামায়। নিমেষের মধ্যে গাড়ি থেকে নামেন অভিনেত্রী। কোনওক্রমে দৌড়ে গিয়ে মেট্রোয় চড়েন। ওই মেট্রো ধরেই বাড়ি ফেরেন রুহানিকা। এখনও অ্যাপ ক্যাব চড়লেই আতঙ্ক যেন তাড়া করে অভিনেত্রীকে। এই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবেই মুম্বইয়ের মতো বাণিজ্যনগরীর রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement