shono
Advertisement

চুপিসারেই বিয়ে সারলেন মেয়েবেলার 'মৌ', কার সঙ্গে সাতপাক ঘুরলেন স্বীকৃতি?

রিল নয়, এবার রিয়েল লাইফে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী।
Published By: Sandipta BhanjaPosted: 12:15 PM Oct 07, 2024Updated: 12:15 PM Oct 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপাড়ার বেশ পরিচিত মুখ স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। 'মেয়েবেলা' সিরিয়ালের মাধ্যমেই দর্শকদের অন্দরমহলে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। 'ডোডোদাদা'র সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ণ মন কেড়েছিল দর্শক-অনুরাগীদের। পরে আলোর কোলে ধারাবাহিকেও দেখা যায় তাঁকে। টেলিপর্দার বাইরেও সোশাল মিডিয়ায় স্বীকৃতির অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়! সেই অভিনেত্রীই কিনা চুপিসারে বিয়েটা সেরে ফেললেন।

Advertisement

স্বীকৃতি মজুমদারের বিয়ে কাকপক্ষীতেও টের পায়নি! তবে এক ওয়েডিং ফটোগ্রাফি পেজ থেকেই খবর ফাঁস হয়ে গেল। বাঙালি নয়, অবাঙালি মতে বিয়ে করেছেন স্বীকৃতি। পাত্র অভিনয়জগতের কেউ নয়। তাঁর নাম রাহুল। বিয়ের সাজপোশাকেও অবাঙালি ছোঁয়া বজায় রেখেছেন অভিনেত্রী। তবে মুকুট এবং গাছকৌটো হাতে রাখতে ভোলেননি স্বীকৃতি। বিয়েতে তাঁর পরনে ছিল বেইজ রঙের শাড়ি। ওড়নাও প্যাস্টেল শেডের। তার সঙ্গে ভারি গয়নায় বেশ মিষ্টি লাগছে দেখতে। রং মিলান্তি পোশাকে দেখা গেল স্বামী রাহুলকে।

রিসেপশনের দিন অবশ্য ফিউশন পোশাক বেছে নেন অভিনেত্রী। সোনালি রঙের গাউনে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বিয়ের ছবিগুলো সেপ্টেম্বর মাসের হলেও স্বীকৃতি মজুমদার কিন্তু এখনও পর্যন্ত সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা করেননি। স্বীকৃতির বিয়ের ছবি-ভিডিওতে কিন্তু ইন্ডাস্ট্রির কাউকে দেখা যায়নি। সম্ভবত শুধুমাত্র দুই পরিবারের উপস্থিতিতেই এক হয়েছে স্বীকৃতি-রাহুলের চার হাত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেলিপাড়ার বেশ পরিচিত মুখ স্বীকৃতি মজুমদার। সেই অভিনেত্রীই কিনা চুপিসারে বিয়েটা সেরে ফেললেন।
  • পাত্র অভিনয়জগতের কেউ নয়। তাঁর নাম রাহুল।
  • বাঙালি নয়, অবাঙালি মতে বিয়ে করেছেন স্বীকৃতি।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার