shono
Advertisement
Ahona Dutta

রেমালকে দূরছাই! প্রেমিককে নিয়ে সমুদ্রস্নানে 'অনুরাগের ছোঁয়া'র মিশকা, ভিডিও ভাইরাল

জনপ্রিয় রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স' থেকে খ্য়াতি অর্জন করেন 'মিশকা' ওরফে অহনা।
Published By: Akash MisraPosted: 08:41 PM May 28, 2024Updated: 08:50 PM May 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন দেখি মেয়ের কাণ্ড! মেয়েটার একেবারে ভয় নেই। রেমালকে উপেক্ষা করেই সমুদ্রে প্রেমিক দীপঙ্করকে নিয়ে জলকেলি! হ্য়াঁ, এমনই এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মিসকা ওরফে অহনা দত্ত।

Advertisement

ব্য়াপারটা একটু বিশদে দেখে নেওয়া যাক। রেমাল ঘূর্ণিঝড়ের থাবায় রবিবার থেকে উত্তাল সমুদ্র। এরই মাঝে সমুদ্রে অহনা! অভিনেত্রী তাঁদের এই সমুদ্রস্নানের ছবি ও ভিডিও পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের একাংশ রীতিমতো অবাক। অনেকেই তো অহনাকে সাবধন করেছেন। অনেকে আবার দীপঙ্কর ও অহনার ভালোবাসার গুণগান করেছেন। ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন 'সমুদ্রে দুই খুদে ভালোবাসায় মাখামাখি।' ভিডিয়োতে তাঁকে ডেনিমের শর্ট স্কার্টের সঙ্গে লাল ক্রপ টপ পরে সমুদ্র সৈকতে দৌড়াতে, জলকেলি করতে দেখা যাচ্ছে। কখনও আবার প্রেমিককে জড়িয়ে ছবি তুলেছেন। তবে এই সমুদ্র সৈকত, ঠিক কোথায়, তা কিন্তু স্পষ্ট করেননি অহনা।

[আরও পড়ুন: ‘ভাষা হারিয়ে’ কেশপুরে ভোটপ্রচারে ট্রোলড হিরণ! ক্ষমা চেয়ে কী বললেন বিজেপি প্রার্থী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রেমাল ঘূর্ণিঝড়ের থাবায় রবিবার থেকে উত্তাল সমুদ্র।
  • রেমালকে উপেক্ষা করেই সমুদ্রে প্রেমিক দীপঙ্করকে নিয়ে জলকেলি!
Advertisement