সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় রিয়ালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি'-এর নতুন সিজনে ফের স্বমহিমায় ফিরছেন অমিতাভ বচ্চন। ফের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ২০০০ সালে টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছিল অমিতাভের এই শো। প্রতি সিজনে দর্শকের ভালোবাসা এই শোয়ের প্রতি বেড়েছে বরং কমেনি। প্রতি সিজনেই বচ্চনসাবের সঞ্চালনা এই শোয়ের গুরুত্ব আরও খানিকটা বাড়িয়ে তুলেছে। এবার এই শোয়ের ১৭তম সিজনেও তাঁর অন্যথা হবে না। শুধু তাই নয় শনা যাচ্ছে, এই সিজনের সঙ্গে সঙ্গে অমিতাভ বচ্চনই নাকি হতে চলেছেন টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সঞ্চালক।
ঠিক কত পারিশ্রমিক নিচ্ছেন এই সিজনের জন্য অমিতাভ বচ্চন? সেই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। শোনা যাচ্ছে যে, এই সিজনে প্রতি পর্বের পারিশ্রমিক হিসাবে নাকি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অমিতাভ বচ্চন। প্রতি সপ্তাহে মোট পাঁচদিন হবে এই শোয়ের সম্প্রচার। কাজেই সেই হিসেব অনুযায়ী প্রতি সপ্তাহে এই শোয়ের জন্য অমিতাভ বচ্চনের পারিশ্রমিক হতে চলেছে ২৫ কোটি টাকা। যদিও এই শোয়ের টিমের তরফে এমন কোনও ঘোষণা মেলেনি। তবে এই খবর যদি সত্য হয় তাহলে অমিতাভ বচ্চনই হবেন এইমুহূর্তে টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঞ্চালক।ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 'কৌন বনেগা ক্রোড়পতি' সিজন ১৭-এর প্রোমো। সোশাল মিডিয়ায় সেই প্রোমো ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শক। যাঁরা ধারাবাহিকভাবে এই শোয়ের দর্শক তাঁরা রীতিমতো মুখিয়ে আছেন। আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে এই শোয়ের সম্প্রচার।
যদিও এর আগে রটেছিল যে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনায় বড় রদবদল ঘটতে চলেছে। এবার নাকি অমিতাভ বচ্চনের বদলে এই শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমন খানকে এমনটাই ছিল গুঞ্জন। কান পাতলে বলিউডের অন্দরে এমনই ফিসফাস শোনা যাচ্ছিল। যদিও এই খবরে তাঁরা কেউই সিলমোহর দেননি। এই খবর চাউর হতে বেজায় খুশি হয়েছিলেন সলমনের অনুরাগীরা। তবে বিগ বি-র অনুপস্থিতিতে এই রিয়ালিটি শো কতটা গ্রহণযোগ্য হবে, দর্শক মহলে সেই প্রশ্নও উঠেছিল। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আগামী মাসেই টিভির পর্দায় পথচলা শুরু করবে 'কৌন বনেগা ক্রোড়পতি' সিজন ১৭।
