shono
Advertisement
Adrija Roy

রোববারেই বাগদান সারছেন অদ্রিজা, কবে বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী? চিনে নিন পাত্রকে

জনপ্রিয় অভিনেত্রী বাংলা টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এখন মুম্বইয়ে চুটিয়ে কাজ করছেন।
Published By: Arani BhattacharyaPosted: 05:35 PM Jan 23, 2026Updated: 07:15 PM Jan 23, 2026

সরস্বতী পুজোয় বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী মধুমিতা সরকার। টলিপাড়ার এই বিয়ের আবহেই আরও এক অভিনেত্রীর বিয়ের খবর এল প্রকাশ্যে। এবার নাকি বিয়ের মরশুমে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy)। টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী বাংলা টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এখন মুম্বইয়ে চুটিয়ে কাজ করছেন। আর কাজের ব্যস্ততার মাঝেই এবার বিয়ের পিঁড়িতে বসছেন অদ্রিজা। জানেন পাত্র কে?

Advertisement

শোনা যাচ্ছে, বিয়ে নয়, আপাতত আগামী ২৫ জানুয়ারি বাগদান সারছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। তবে পাত্র অবশ্য বাঙালি নন, দক্ষিণ ভারতের বাসিন্দা, নাম ভিগনেশ আইয়ার। ২৫ জানুয়ারি, রবিবারই নাকি পরিবার, আত্মীয় ও ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে মনের মানুষের সঙ্গে বাগদান সারবেন অদ্রিজা। পর্দায় একাধিকবার বিয়ে করলেও বাস্তবে এবার মনের মানুষের সঙ্গে চারহাত এক হতে চলেছে তাঁর। তবে বাগদান এখন সারলেও বিয়ে নাকি এক্ষুনি সারবেন না অভিনেত্রী। গুঞ্জন, আগামী বছর নাকি চারহাত এক হবে তাঁদের। অভিনেত্রী নাকি প্রথম থেকেই চেয়েছিলেন তাঁর জীবনসঙ্গী অভিনয় জগতের বাইরের মানুষ হবেন। গুঞ্জন সত্যি হলে অদ্রিজার সেই স্বপ্নই সত্যি হতে চলেছে।

 

উল্লেখ্য, এই মুহূর্তে 'অনুপমা' ধারাবাহিকে দেখা যাচ্ছে অদ্রিজাকে। এই মুহূর্তে তিনি পাকাপাকিভাবে মুম্বইয়ের বাসিন্দা। গত বছর মে মাসে এক বন্ধুর পার্টিতে গিয়েই নাকি ভিগনেশের সঙ্গে আলাপ হয়েছিল অদ্রিজার। তারপর সেখান থেকে বন্ধুত্ব ও ভালোবাসা। একটা সময় নাকি অনুভব করেছিলেন যে, তাঁরা একে অপরের প্রতি ভালোবাসা। অদ্রিজার সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যাচ্ছে ভিগনেশের সঙ্গে তাঁর বেশ কিছু ছবি। দু'জনে একসঙ্গে বৃন্দাবনে বাকেবিহারীর মন্দিরে পুজোও দিয়েছেন। পরে সেই ছবি সোশাল মিডিয়ায় তাঁরা ভাগ করে নিয়েছেন। শোনা যাচ্ছে, যেহেতু অদ্রিজা ও ভিগনেশ আলাদা সংস্কৃতির মানুষ তাই তাঁদের বিয়েই উভয় পরিবারের নিয়মরীতি মেনেই নাকি হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement