সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি টেলিপর্দার জনপ্রিয় মুখ। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। টেলিভিশনের পর্দায় তো বটেই, একইসঙ্গে বড়পর্দারও জনপ্রিয় অভিনেতা তিনি। এত বছরের অভিনয়জীবনে তাঁর গুণমুগ্ধের সংখ্যা কম নয়। সাম্প্রতককালে 'বেলা' ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে 'বেলা' ঋতুপর্ণার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন ভাস্বর। এবার বিরতি শেষে ফের ছোটপর্দায় ফিরছেন তিনি।
ফের স্নেহাশিস চক্রবর্তীর নতুন ধারাবাহিক 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'তে নতুন চরিত্রে দেখা যাবে ভাস্বরকে। ভাস্বরের চরিত্রের নাম রাজরূপ। ধারাবাহিকে বিদ্যা ব্যানার্জি যে কলেজের প্রোফেসর সেই কলেজের ট্রাস্টি মেম্বার সুপ্রিয় দত্তের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন ভাস্বর। নতুন এই ধারাবাহিকে ভাস্বরকে ইতিবাচক চরিত্রে দেখা যাবে নাকি নেতিবাচক চরিত্রে সেই প্রশ্ন জেগেছে ইতিমধ্যেই তাঁর অনুরাগীদের মনে। জানা যাচ্ছে যে, এই ধারাবাহিকে নাকি নায়কের কাকার ভূমিকায় অভিনয় করবেন ভাস্বর। যে চরিত্রটি নাকি আদ্যোপান্ত ইতিবাচক চরিত্র। এছাড়াও ভীষণ মজার এক মানুষ। পর্দার ভাইপোর প্রেমজীবনের সমস্ত উপদেশ দেওয়ার মানুষ হিসেবেই নাকি ভাস্বরকে দেখা যাবে।
এই নতুন ধারাবাহিক নিয়ে এক বাংলা সংবাদমাধ্যমকে ভাস্বর বলেছেন, এটি নাকি তাঁর অভিনয় জীবনের ১২৬তম ধারাবাহিক। উল্লেখ্য, একই সঙ্গে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের হাত ধরেই বহুদিনের বিরতি শেষে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাঁর বিপরীতে দেখা অর্ণব মুখোপাধ্যায়কে।
