shono
Advertisement

Breaking News

Jasmine Roy

বছরের পয়লা দিনেই প্রেমিকের সঙ্গে পরিচয় করালেন জেসমিন, কার প্রেমে মজে অভিনেত্রী?

কীভাবে এই প্রেমের সূত্রপাত?
Published By: Arani BhattacharyaPosted: 05:51 PM Jan 02, 2026Updated: 06:41 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা অভিনেত্রীদের প্রেম-পরিণয় নিয়ে আমজনতার বিশেষ কৌতূহল থাকে বইকি। তা বড়পর্দার তারকাই হোক বা ছোটপর্দা। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী জেসমিন রায়। টেলিপর্দার অতি পরিচিত মুখ জেসমিন। তাঁর প্রেমজীবন নিয়েও কম আলোচনা হয়নি। বারবার বিভিন্ন অভিনেতার সঙ্গে জেসমিনের প্রেম নিয়ে নানা আলোচনা হয়েছে। তবে সেসবে একেবারেই পাত্তা দেননি অভিনেত্রী। ভালোবাসায় ভেসে গিয়েছেন। তাঁর জীবনে প্রেম এসেছে চলেও গিয়েছে আবার নানা আলোচনাও হয়েছে। কিন্তু জেসমিন (Jasmine Roy) থেকেছেন নিজের মতোই। সেই প্রেম আবারও কড়া নেড়েছিল জেসমিনের দরজায়। গত বছর থেকে তা নিয়ে ফের গুঞ্জন শুরু হলেও মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। এবার নতুন বছরের শুরুতেই প্রেমিকের সঙ্গে পরিচয় করালেন জেসমিন।

Advertisement

বছর পয়লাতে প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে চর্চিত সম্পর্কে সিলমোহর দিলেন জেসমিন। প্রেমিকের সঙ্গে তোলা নানা আদুরে ছবি সকলের সঙ্গে সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে মারকাটারি পার্টি লুকে দেখা গেল জেসমিনকে। ব্ল্যাক আউটফিট, পারফেক্ট মেকআপ, হেয়ারস্টালিলে নিউ ইয়ার পার্টিতে মনের মানুষের সঙ্গে মেতে উঠেছিলেন অভিনেত্রী। বলে রাখা ভালো এর আগে অভিনেতা গৌরব মণ্ডলের সঙ্গে জেসমিনের প্রেম ছিল স্টুডিওপাড়ার আলোচনার 'হট টপিক'। মাখোমাখো প্রেম দেখে তাঁদের সম্পর্ক যে পরিণতি পাবে এমনটাই ভেবেছিলেন সকলে। কিন্তু তা হয়নি। একসময়ে দূরত্ব বাড়ে ও তাঁরা ইতি টানেন সেই সম্পর্কে।

পরবর্তীকালে 'দ্বিতীয় বসন্ত' ধারাবাহিকে কাজ করার সময় অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গেও জেসমিনের প্রেমের গুঞ্জন দানা বেঁধেছিল। যদিও নিজেদের শুধুমাত্র 'ভালো বন্ধু' হিসেবেই দাবি করেছিলেন তাঁরা। আর এবার নতুন প্রেমিকের সঙ্গে নেটপাড়ায় সকলের সঙ্গে আলাপ করালেন অভিনেত্রী। যদিও এই প্রেমের শুরুয়াত ২০২৫ সালেই। এর আগে প্রেমিকের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তোলা ছবি ভাগ করে নিয়েছিলেন জেসমিন। তবে বছর পয়লাতে দু'জনের আদুরে ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়ে সম্পর্কে সিলমোহর দিলেন জেসমিন। যদিও প্রেমিকের নাম এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কীভাবে এই প্রেমের সূত্রপাত? শোনা যাচ্ছে, চর্চিত প্রেমিকের সঙ্গে পুরনো বছরেই বন্ধুত্ব হয় জেসমিনের। এরপর সম্পর্ক। কানাঘুষো শোনা যাচ্ছে যে, বিয়ের পরিকল্পনাও নাকি করছেন তাঁরা। তবে তার আগে নাকি এঁকে অপরকে চেনার ও বোঝার জন্য কিছুটা সময় নিচ্ছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এর আগে প্রেমিকের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তোলা ছবি ভাগ করে নিয়েছিলেন জেসমিন।
  • তবে বছর পয়লাতে দু'জনের আদুরে ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়ে সম্পর্কে সিলমোহর দিলেন জেসমিন।
  • যদিও প্রেমিকের নাম এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।
Advertisement