তাঁর অভিনয়ের জার্নি শুরু হয়েছিল ছোটপর্দার হাত ধরেই। তিনি আর কেউ নন টলিউডের স্বনামধন্য অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এক দশকেরও বেশি সময় আগে টেলিপর্দায় 'গানের ওপারে' ধারাবাহিকে 'পুপে' চরিত্রে নজর কেড়েছিলেন আট থেকে আশির। সেই চরিত্র আজও সকলের মনে দাগ কাটে। এমনকী সেইসময় 'পুপে'র স্টাইল স্টেটমেন্টও বহু অষ্টাদশীর মন জিতে নিয়েছিল। ওই ধারাবাহিক শেষ হওয়ার পর আর সেভাবে মিমিকে ছোটপর্দায় দেখেননি দর্শক। তারপর টলিউডের নামী নায়িকাদের তালিকায় নাম লিখিয়েছেন তিনি। সেই মিমিই ফিরলেন ফের ছোটপর্দায়। এবার কোন ভূমিকায় নায়িকা?
না, এবার আর কোন চরিত্রে অভিনয় করতে নয়। বরং বিশেষ অতিথি হিসেবে রিয়ালিটি শোয়ের মঞ্চে তাঁকে পাবেন দর্শক-অনুরাগীরা। সান বাংলার জনপ্রিয় 'লাখ টাকার লক্ষ্মীলাভ' রিয়ালিটি শোয়ে এবার বিশেষ পর্বের বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। দেখতে দেখতে 'লাখটাকার লক্ষ্মীলাভ' রিয়ালিটি শোয়ের দ্বিতীয় সিজনের মান্থলি ফিনালের সময়ও এসে গিয়েছে। তবে জানুয়ারি মাসের চূড়ান্ত পর্ব হলেও তা সম্প্রচারিত হবে ১ ফেব্রুয়ারি, রবিবার, সন্ধ্যা সাতটায়।
ছবি: সংগৃহীত
এই রিয়ালিটি শোয়ে এসে ঠিক কী অনুভূতি তা ভাগ করে নেন মিমি। অভিনেত্রী বলেন, "আমি ছোটপর্দায় কাজ করলেও নন ফিকশনে আমার কাজের অভিজ্ঞতা নেই। ফিকশনেই মূলত আমি কাজ করেছি। এবার একটা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলাম। আমি শো মাঝে মাঝেই দেখি। আমার মা এই শোয়ের নিয়মিত দর্শক। অনেকদিন থেকেই এই এখানে আসার কথা হচ্ছে, কিন্তু সময়ের অভাবে তা আর হয়ে উঠছিল না। মা খালি বলতেন আমি কবে এই শোয়ে আসব? অবশেষে আসতে পারলাম। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যিই অনুপ্রাণিত হচ্ছি। বিনোদন তো বটেই একইসঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতাও পালন করছে এই শো।"
বলে রাখা ভালো, ১ ফেব্রুয়ারি থেকে এই শো সন্ধ্যে ৬টার বদলে ৭টা থেকে দেখা যাবে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটা নন ফিকশন শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম যেন এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরাল করতেই সান বাংলার এই উদ্যোগ। এমনকী এই শো সঞ্চালনা করতে করতে জীবন সম্পর্কে তাঁর ধারণা অনেকটাই বদলে গেছে বলে বার বার জানিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। তিনি অনেকবার বলেছেন এত মহিলার লড়াইয়ের গল্প শুনতে শুনতে নিজের জীবন সম্পর্কে অভিযোগ করা তিনি বন্ধ করে দিয়েছেন।
