সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ হল আরও এক ধারাবাহিকের পথ চলা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'তেঁতুলপাতা' ধারাবাহিকের শেষ দিনের শুট হয়ে গেল। সোশাল মিডিয়ায় শেষদিনের শুটিংয়ের ছবি ধারাবাহিকের কলাকুশলীরাই ভাগ করে নেন সোশাল মিডিয়ায়।
ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা রবি সাউ ছবি পোস্ট করে লেখেন, 'আবার ফিরে আসব তেঁতুলপাতা।' একইসঙ্গে ধারাবাহিকের গোটা টিম ও চ্যানেলকে ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে ধারাবাহিকের 'ঝিল্লি' অর্থাৎ অভিনেত্রী ঋতব্রতা দে সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ' ঝিল্লি চৌধুরী চরিত্রটা আমার মনের খুব কাছাকাছি থাকা একটা চরিত্র। তেঁতুলপাতার শুরুর দিনে আমরা কথা দিয়েছিলাম যে এই ধারাবাহিকের সঙ্গে পথচলা খুব সুন্দর হবে। অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে আমরা গিয়েছি কিন্তু এই জার্নি সত্যিই খুব সুন্দর ছিল।'
অন্যদিকে এই ধারাবাহিকের আর এক গুতুত্বপূর্ণ চরিত্রের অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী সোশাল মিডিয়ায় গোটা টিমের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, 'আমাদের গল্পের মানুষ গুলোকে আমার স্মৃতির সবচেয়ে মসৃণ পাতাটায় তুলে রাখলাম। এই শিমুলপুরা, আমাদের বাড়ি, দালান, তুলসীমঞ্চ, ঘোরানো সিঁড়ি, রান্নাঘর, আচারের বয়াম, কুয়ো তলা, কাগজফুলের গাছ আমাদের পথ চলার শব্দ জানে, জানে আমাদের হাসিকান্নার গল্প, সব টা যত্ন করে তুলে রাখলাম। আজ থেকে তো দেখছিনা। শুনুন, আমরা রইলাম না হয়তো, কিন্তু আমাদের এই তেঁতুল পাতা বাড়ির ভালোবাসা রয়ে গেলো আপনাদের মনে, যৌথ পরিবারের আদর্শ হয়ে।'
