shono
Advertisement
Sweta-Rubel

বিয়ের জন্মদিনে রোম্যান্টিক নাচ রুবেল-শ্বেতার, সঙ্গে এলাহি ভোজ, স্বামীর কাছে কী আবদার অভিনেত্রীর?

২০২৫ সালের ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন টেলিপর্দার ও বাস্তবের এই 'হিট জুটি'। প্রথম বছরের বিবাহবার্ষিকীর সেলিব্রেশনে একটি থ্রি-টায়ার কেক কাটেন শ্বেতা-রুবেল। সঙ্গে এদিনের মেনুও ছিল খুবই স্পেশাল।
Published By: Arani BhattacharyaPosted: 02:45 PM Jan 20, 2026Updated: 04:22 PM Jan 20, 2026

দেখতে দেখতে এক বছর পার, টেলিপর্দার জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের বিয়ের বয়স হল একবছর। ২০২৫ সালের ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন টেলিপর্দার ও বাস্তবের এই 'হিট জুটি'। সোম সন্ধ্যায় নিজেদের জীবনের বিশেষ এই দিনের সেলিব্রেশনে মাতলেন দম্পতি। আর মঙ্গল সকালেই তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখতেই দেখা গেল তাঁদের বিশেষ দিনের সেলিব্রেশনের নানা ঝলক। নাচ-গান, এলাহি ভোজ থেকে কেক কাটিং সবমিলিয়ে এদিন জমজমাট হয়ে উঠেছিল রুবেল-শ্বেতার বিয়ের জন্মদিনের সন্ধ্যা। সঙ্গে আদুরে পোস্টে স্বামীর কাছে বিশেষ আবদারও রাখেন এদিন শ্বেতা। যা একেবারেই নেটপাড়ার নজর এড়ায়নি।

Advertisement

 

বিবাহবার্ষিকীতে আবেগী পোস্টে এদিন রুবেলকে শুভেচ্ছা জানিয়ে তাঁর কাছে এক বিশেষ আবদার করেন শ্বেতা। পোস্টে লেখেন, 'হ্যাপি অ্যানিভার্সারি বর। দেখতে দেখতে এক বছর পার করে ফেললাম আমরা, এমন ভাবেই সারা জীবন কাটাতে চাই তোমার সাথে। জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার হাতটাই শক্ত করে ধরে রাখতে চাই, আর জীবনের একটাই ইচ্ছে যখন শেষ যাত্রায় যাব যেন সিঁথিতে সিঁদুর নিয়ে যেতে পারি। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সেই আশীর্বাদ থেকে আমি একটা দিনের জন্য বঞ্চিত হতে চাই না। অনেক অনেক ভালোবাসি তোমায়।' এদিনের গ্র্যান্ড সেলিব্রেশনে লাল রঙের গাউনে সেজেছিলেন শ্বেতা। অন্যদিকে রুবেল পরেছিলেন সাদা শার্ট, ব্লেজার ও ট্রাউজার্স। 

 

উল্লেখ্য, কেক কাটিং থেকে শুরু করে এলাহি ভোজের আয়োজন ছিল এদিন শ্বেতা-রুবেলের বিবাহবার্ষিকীতে। প্রথম বছরের বিবাহবার্ষিকীর সেলিব্রেশনে একটি থ্রি-টায়ার কেক কাটেন শ্বেতা-রুবেল। সঙ্গে এদিনের মেনুও ছিল খুবই স্পেশাল। এলাহি ভোজের আয়োজন করেছিলেন এদিন তাঁরা। স্টার্টারে ছিল চিকেন মালাই কাবাব, হরিয়ালি কাবাব, পনির সাসসিক, মকটেল, বেবি কর্ন থেকে মেন কোর্সে ডায়মন্ড ফিশ ফ্রাই, রুমালি রুটি, ডাল মাখানি, বিরিয়ানি, মাটন কষা, চাটনি পাঁপড়, মিষ্টি ও শেষপাতে পান।

তবে সবথেকে বেশি নজর কেড়েছে এদিন তাঁদের বিবাহবার্ষিকীর ভোজের আয়োজনে ভাপা পিঠের ব্যবস্থা। শীতের আমেজে পিঠের লাইভ স্টল সকলের নজর কেড়েছে। গত বছর ১৯ জানুয়ারি বৈদিক মতে বিয়ে সারেন শ্বেতা ও রুবেল। 'যমুনা ঢাকি' ধারাবাহিকের সেটে শুরু হয়েছিল তাঁদের প্রেম কাহিনি। তারপর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গত বছর চার হাত এক হয় তাঁদের। শুটিংয়ের চাপ সামলে চুটিয়ে সংসার করছেন দু'জনেই। তাঁদের সুখী গৃহকোণের আভাস মেলে সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement