shono
Advertisement

Breaking News

Salman Khan

মুম্বইয়ের বন্যা পরিস্থিতিতে মহাবিপাকে সলমন খান, বিশ বাঁও জলে 'বিগ বস'!

রেড অ্যালার্ট জারি মায়ানগরীতে। কোন বিপদে ভাইজান?
Published By: Sandipta BhanjaPosted: 03:24 PM Aug 19, 2025Updated: 03:24 PM Aug 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী। অতিবর্ষণের জেরে জলমগ্ন মুম্বই এবং তৎসংলগ্ন শহরতলী। ইতিমধ্যেই মৌসম ভবনের তরফে, ভারী বৃষ্টির জন্য মুম্বইতে লাল সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন এলাকায় জল জমে ভয়াবহ পরিস্থিতি! বন্ধ একাধিক সড়কপথ। যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া শহরবাসীকে বাড়ির বাইরে পা না রাখার পরামর্শও দেওয়া হয়েছে পুরনিগমের তরফে। এমতাবস্থায় মহাবিপাকে পড়েছেন সলমন খান।

Advertisement

জানা গেল, মুম্বইয়ের বন্যা পরিস্থিতিতে ভাইজানের শশব্যস্ত শিডিউল একেবারে ঘেঁটে গিয়েছে! বলিউড মাধ্যম সূত্রে খবর, ২৪ আগস্ট 'বিগ বস ১৯'-এর সম্প্রচারের প্রাক্কালে মায়ানগরীর একাধিক মিডিয়া হাউসের 'বিগ বস'-এর ঘরে যাওয়ার কথা ছিল সলমনের। তবে একটানা বৃষ্টির জেরে মায়ানগরীর জনজীবন বিপর্যস্ত হওয়ায় সেই কর্মসূচী বাতিল করা হয়েছে 'জিও হটস্টার'-এর তরফে। মঙ্গলবারই এক বিবৃতি জারি করে চ্যানেলের তরফে এহেন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সেখানে উল্লেখ, "ভারী বৃষ্টির জেরে শহর জলমগ্ন হওয়ায় 'বিগ বস'-এর ঘরের দরজা খোলা গেল না। এবং এই শো সম্পর্কিত যাবতীয় কর্মসূচী বাতিল করা হল আপাতত। আমরা দুঃখিত। পরবর্তীতে বৃষ্টি কমলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।"

জানা গিয়েছে, এই পরিস্থিতিতে 'বিগ বস ১৯' ছাড়া অন্য কোনও শুটিংয়ে সেরকম প্রভাব পড়েনি। অতিরিক্ত সাবধানতা বজায় রেখে যাবতীয় শুটিংয়ের কাজ চলছে মুম্বইতে। বলিউড মাধ্যম সূত্রে খবর, ফিল্মসিটির রাস্তা পুরো জলমগ্ন। তবে সিনেমা-সিরিজের কাজ যাতে ব্যাহত না হয়, সেজন্য হাঁটুজলে পেরিয়েই নিত্যদিন কাজে যাচ্ছেন কলাকুশলীরা। আগামী ২৪ আগস্ট থেকে জিও হটস্টার-এ রাত ৯টায় এবং কালার্স চ্যানেলে রাত সাড়ে দশটা থেকে সম্প্রচারিত হবে 'বিগ বস ১৯'। ভোটের থিমে এই নতুন মরশুমের পর্ব সাজিয়েছেন নির্মাতারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী।
  • জানা গেল, মুম্বইয়ের বন্যা পরিস্থিতিতে ভাইজানের শশব্যস্ত শিডিউল একেবারে ঘেঁটে গিয়েছে!
  • ২৪ আগস্ট 'বিগ বস ১৯'-এর সম্প্রচারের প্রাক্কালে মায়ানগরীর একাধিক মিডিয়া হাউসের 'বিগ বস'-এর ঘরে যাওয়ার কথা ছিল সলমনের।
Advertisement