সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার ২৪ আগস্ট থেকে পুরদায় যাত্রা শুরু করছে 'বিগ বস' সিজন ১৯। সলমন খানের সঞ্চালনায় এই শো দেখার জন্য বহুদিন থেকেই মুখিয়ে রয়েছেন দর্শক। প্রথমেই জানানো হয়েছিল যে আগস্ট মাস থেকে পর্দায় জার্নি শুরু করবে এই শো। সেইমতোই শুরু হচ্ছে এবারের 'বিগ বস'।
২৪ আগস্ট থেকে কালার্স টিভি ও জিয়ো হটস্টারের পর্দায় দেখা যাবে 'বিগ বস'সিজন ১৯। ইতিমধ্যেই নতুন সিজন বেশ কিছু বিষয় সামনে এনেছেন সলমন নিজেই। সলমন জানিয়েছেন, "আমি নিজে 'বিগ বস'র একটা বড় অংশ। এবং আমরা জানি যে প্রতিবছরই 'বিগ বস'র ঘরে নতুন নতুন অনেক টুইস্ট থাকে। এবারেও তার ব্যতিক্রম নয়। তাই আমিও আর পাঁচজন দর্শকের মতোই মুখিয়ে রয়েছি নতুন সিজনের জন্য।"
এবারের 'বিগ বস' সিজন ১৯ এ প্রতিযোগীদের নামও প্রকাশ্যে এসেছে। গৌরব খান্না, অমল মালিক, অভিষেক বাজাজ, মৃদুল তিওয়ারি প্রমুখ। উল্লেখ্য, সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা আগেই জানা গিয়েছিল যে, এই সিজনে সার্বিকভাবে বাজেট কমেছে। তাই একইসঙ্গে কমেছে সলমনের পারিশ্রমিক। এবারের সিজনে সঞ্চালনার জন্য ১২০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন ভাইজান। এর আগে বিগ বস ১৭ ও বিগ বস ১৮-এর জন্য সলমন ২৫০ কোটি ও ২০০ কোটি টাকা পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন। এবার বিগ বসের পর্বগুলি প্রথমে আসবে ওটিটি প্ল্যাটফর্মেও।
