সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে টিভির পর্দায় তাঁকে প্রতিদিন দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শক। কালার্স বাংলা 'সসুরাল সিমর কা' ধারাবাহিকে নজর কেড়েছিলেন অভিনেত্রী দীপিকা কক্কর। বেশ কিছু মাস ধরেই তাঁর অসুস্থতার খবরে মনখারাপ তাঁর অনুরাগীদের। তবে মনের জোরে এক্কেবারে হার না মানার ধনুক ভাঙা পণ নিয়েছেন তিনি। তাই সকলকে দেখিয়ে দিয়েছেন যে, এভাবেও ফিরে আসা যায়। অস্ত্রোপচারের পর তাঁর দীর্ঘ চিকিৎসা চলবে যে তা আগেভাগেই জানিয়েছিলেন অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম। এর মাঝেই একবার লাইভে এসে দীপিকা বলেছিলেন যে তিনি অভিনয়ে ফিরবেন খুব তাড়াতাড়ি। সেকথাই এবার সত্যি হতে চলেছে।
শোনা যাচ্ছে, বিগবসের ঘরের দুই প্রতিযোগী অর্থাৎ দীপিকা ও ভিভিয়ান ডি'সেনা এবার পর্দায় একসঙ্গে ধরা দিতে চলেছেন। দীপিকাকে শেষ দেখা গিয়েছিল সেলিব্রিটি মাস্টার শেফস অনুষ্ঠানে। অন্যদিকে ভিভিয়ান ডি'সেনাকে দেখা গিয়েছে কালার্স টিভির ' মধুবালা', 'শক্তি', 'সির্ফ তুম'-এর মত হিট শোতে। এবার একসঙ্গে তাঁরা দু'জন ধরা দেবেন টিভির পর্দায়। ২০২৬ সালে নাকি শুরু হবে নতুন ধারাবাহিকের শুটিং।
এর আগে একটি লাভে দীপিকাকে তাঁর এক অনুরাগী প্রশ্ন করেছিলেন, ‘আপনি অভিনয়ে ফিরতে চান?’ তার উত্তরে দীপিকা জানান, “আমি ভীষণভাবে চাই অভিনয়ে ফিরতে। আমি আমার চিকিৎসককেও জিজ্ঞেস করেছি যে আমি কবে থেকে ‘নিউ নর্ম্যাল’ জীবনে ফিরতে পারব? আসলে আমার এমনিতেই পরিকল্পনা ছিল যে রুহান একটু বড় হলে আমি অভিনয়ে আবার ফেরার কথা ভাবব। কিন্তু তার আগেই সবটা ওলটপালট হয়ে গেল। এমনটা যে হবে তা আমরা কেউই ভাবিনি। তবে হ্যাঁ, আমি একটু সুস্থ হয়ে উঠলে আমার চিকিৎসক আমাকে অনুমতি দিলেই আমি ফের অভিনয় শুরু করব। আমাকে এখন দীর্ঘ চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে সেগুলো সামলে উঠে আমি অবশ্যই অভিনয়ে ফেরার ভাবনাচিন্তা করব।”
