shono
Advertisement
Shruti Das

দু'বছর পর ছোটপর্দায় ফিরছেন স্ত্রী শ্রুতি, খোলা চিঠিতে আবেগঘন স্বর্ণেন্দু

খোলা চিঠিতে শ্রুতিকে কী লিখলেন স্বর্ণেন্দু?
Published By: Arani BhattacharyaPosted: 04:00 PM Sep 09, 2025Updated: 04:45 PM Sep 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবার তাঁকে ছোট পর্দায় দেখা গিয়েছিল ২০২৩ সালে। তিনি অভিনেত্রী শ্রুতি দাস। কাটোয়া থেকে কলকাতায় আসা মেয়েটার জেদ ছিল অদম্য। আর সেই জেদকে সঙ্গী করেই একে একে নানা কঠিন সময় পেরিয়ে নিজের অভিনয়ে শান দিয়েছেন শ্রুতি। দু'বছর পর ফের তাঁর ধারাবাহিকে প্রত্যাবর্তন। আর তা নিয়েই শ্রুতির কাছের মানুষ তথা জীবনসঙ্গী পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার খোলা চিঠি লিখলেন শ্রুতিকে (Shruti Das) সোশাল মিডিয়ায়। কি লিখলেন তিনি শ্রুতিকে?

Advertisement

সোশাল মিডিয়ায় স্বর্ণেন্দু শ্রুতিকে নিয়ে লেখেন, 'ফিরে আসা সবসময় সুখকর। আর লড়াই এর একটা আলাদা মজা আছে। আর তোমার লড়াই এর কথা সব চেয়ে ভালো তুমি জানো। আর নিশার লড়াইটা যেন আরও কঠিন !!কোনও কিছু নিয়ে ধৈর্য ধরে পরে থাকা কাকে বলে সেটা আলাদা করে তোমাকে আর বলার প্রয়োজন নেই! মন থেকে অভিনয় করার,আলাদা কিছু করার জেদটা সেই ২০২৩ এর ডিসেম্বর মাস থেকে ধরেই রেখেছিলে,এই জেদটা ধরে রাখো নিশার মধ্যেও। এভাবে বার বার ফিরে এসো তোমার অভিনয় এর খিদে মেটাতে!! শুভেচ্ছা, ভালোবাসা।'

 

শ্রুতির অভিনয় জীবনের শুরু স্বর্ণেন্দুর হাত ধরে। কাটোয়া থেকে কলকাতায় এসে প্রথম অভিনয় শুরু হয় স্বর্ণেন্দু পরিচালত ধারাবাহিকের হাত ধরে। শ্রুতির জীবনের একাধিক ওঠাপড়ার সাক্ষী থেকেছেন স্বর্ণেন্দু। আর তাই শ্রুতির ছোট পর্দায় ফেরায় তিনিও আনন্দ পেয়েছেন তা তাঁর পোস্টেই স্পষ্ট। যদিও ছোট পর্দায় দু'বছর পর শ্রুতি ফিরলেও এর মধ্যে 'ডাইনি' ওয়েব সিরিজ ও উইন্ডোজের ছবি 'আমার বস'এ কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজারের সঙ্গে অভিনয় করেছেন শ্রুতি। আর এবার থেকে তাঁকে প্রতিদিন নিয়ম করে টেলিভিশনে দেখতে পাবেন দর্শক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাটোয়া থেকে কলকাতায় আসা মেয়েটার জেদ ছিল অদম্য। আর সেই জেদকে সঙ্গী করেই একে একে নানা কঠিন সময় পেরিয়ে নিজের অভিনয়ে শান দিয়েছেন শ্রুতি।
  • দু'বছর পর ফের তাঁর ধারাবাহিকে প্রত্যাবর্তন। আর তা নিয়েই শ্রুতির কাছের মানুষ তথা জীবনসঙ্গী পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার খোলা চিঠি লিখলেন শ্রুতিকে সোশাল মিডিয়ায়।
  • শ্রুতির অভিনয় জীবনের শুরু স্বর্ণেন্দুর হাত ধরে। কাটোয়া থেকে কলকাতায় এসে প্রথম অভিনয় শুরু হয় স্বর্ণেন্দু পরিচালত ধারাবাহিকের হাত ধরে।
Advertisement