shono
Advertisement
Honey Bafna

নতুন মাধ্যমে নতুন ভূমিকায় হানি! তাহলে কি ছাড়ছেন 'শুভ বিবাহ'?

এবার নাকি গা ছমছমে সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। কোন সিরিজে নতুন এই জার্নি শুরু করতে চলেছেন হানি? তাহলে কি এই মুহুর্তে তিনি বন্ধ করে দেবেন ধারাবাহিকের শুটিং?
Published By: Arani BhattacharyaPosted: 07:37 PM Jan 15, 2026Updated: 07:37 PM Jan 15, 2026

বাংলা টেলিভিশনের তিনি অত্যন্ত জনপ্রিয় মুখ। তিনি আর কেউ নন। অভিনেতা হানি বাফনা। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে 'শুভ বিবাহ' ধারাবাহিকে। তবে এবার টেলিভিশনের পাশাপাশি সিরিজেও দেখা যাবে অভিনেতাকে। এবার নাকি গা ছমছমে সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। কোন সিরিজে নতুন এই জার্নি শুরু করতে চলেছেন হানি? তাহলে কি এই মুহুর্তে তিনি বন্ধ করে দেবেন ধারাবাহিকের শুটিং? প্রশ্ন জেগেছে অনেকের মনেই।

Advertisement

এবার হইচইয়ের জনপ্রিয় সিরিজ 'নিকষ ছায়া ২'তে দেখা যাবে হানিকে। তবে তা কোন চরিত্র তা সঠিক জানা না গেলেও শোনা যাচ্ছে যে, সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই রয়েছেন তিনি। এমনকী এই নিয়ে 'স্পিকটি নট' হানি নিজেও। অন্যদিকে প্রশ্ন নতুন সিরিজের জন্য কি ধারাবাহিক ছাড়ছেন হানি? এক্ষেত্রে শোনা যাচ্ছে যে, ধারাবাহিক ছাড়ছেন না অভিনেতা। সমানতালে তিনি চালাবেন ধারাবাহিক ও সিরিজের শুটিং। বলে রাখা ভালো, চারিদিকে কান পাতলেই এখন গুঞ্জন যে, খুব তাড়াতাড়িই নাকি টিভির পর্দায় জার্নি শেষ করবে 'গৃহ প্রবেশ'। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফে। সৌভিক চক্রবর্তীর গল্প অবলম্বনে, সায়ন্তন ঘোষালের পরিচালনায় 'নিকষ ছায়া ২' সিরিজের পোস্টার ইতিমধ্যেই নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন হানি। 

 

উল্লেখ্য, ২০২৩ সালে হইচইয়ে মুক্তি পেয়েছিল 'পর্ণশবরীর শাপ'। ২০২৫ সালে মুক্তি পায় নতুন মোড়কে সিরিজের দ্বিতীয় ভাগ 'নিকষ ছায়া'। কলকাতা থেকে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়া চার তরুণ-তরুণীর সঙ্গে অবিরাম ঘটে চলা অলৌকিক কিছু ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল এই সিরিজের গল্প। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বোস, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়কে। এছাড়াও ছিল এই সিরিজে অনুজয় চট্টোপাধ্যায় এবং ভাদুড়ীমশাইয়ের চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী। এবার আসছে 'নিকষ ছায়া ২'। সিরিজের কোন চরিত্রে কে অভিনয় করবেন তা সথিকভাবে এখনও না জানালেও এই সিরিজের ঘোষণা হয়ে গিয়েছে হইচই 'গল্পের পার্বণে'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement