shono
Advertisement

Breaking News

Jay Bhanushali-Mahhi Vij

'আমাদের গল্পে কোনও ভিলেন নেই', চোদ্দো বছরের দাম্পত্যে ইতি টানলেন জয়-মাহি

২০১১ সালের নভেম্বরে চার হাত এক হয়েছিল জয় ও মাহির।
Published By: Arani BhattacharyaPosted: 03:53 PM Jan 04, 2026Updated: 03:53 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন ছিল আগেই। এবার সেই গুঞ্জনে পড়ল সিলমোহর। পথ আলাদা হল টেলিভিশনের জনপ্রিয় দুই মুখ জয় ভানুশালি ও মাহি ভিজের। রবিবার নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা দু'জনেই।

Advertisement

এর আগে জয় ও মাহির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল যে, তাঁদের বিছেদ নিয়ে যে জল্পনা চলছে তা সত্যি। এতে কোনও ভুল নেই। যদিও সেই সময় মুখ খোলেননি তাঁরা কেউই। এমনকী সাক্ষাৎকারে মাহি এও বলেছিলেন যে, তাঁর বিচ্ছেদ হলে তা তিনি ঢাক পিটিয়ে সকলের সঙ্গে আলোচনা করবেন না। তা একেবারেই ব্যক্তিগত বিষয় আমাদের। এদিন যৌথভাবে জয় ও মাহি তাঁদের পোস্টে বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়ে বলেন, 'আমরা আজ জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দু'জনের পথ আলাদা হয়ে গিয়েছে। তবে এসবের পরও আমরা একে অপরের পাশে সবসময় থাকব এবং শ্রদ্ধা ও সম্মান বজায় রাখব। আমাদের তিন সন্তান তারা, খুশি ও রাজবীরের কথা ভেবে আমরা সবথেকে ভালো মা-বাবা ও সবথেকে ভালো বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছি।'

তাঁরা আরও লেখেন, 'আমাদের পথ আলাদা হয়েছে। আমরা আলাদা হয়ে গিয়েছি বলে এখানে কেউ কাউকে আমরা দোষারোপ করছি না। কেউ এখানে খলনায়ক নয়। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখব। আমরা আপনাদের থেকেও আশা করব যে, আপনারাও সমানভাবে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান দেবেন।' বলে রাখা ভালো ২০১১ সালের নভেম্বরে চার হাত এক হয়েছিল জয় ও মাহির। চোদ্দো বছরের দাম্পত্যে জীবনে তাঁদের রয়েছে তিন সন্তান। জুগলের সোশাল মিডিয়ায় চোখ রাখলে তাঁদের ভালবাসায় মাখামাখি ছবিই দেখতে অভ্যস্ত ছিলেন তাঁদের অনুরাগীরা। হঠাৎই সেসবে ছেদ পড়ে। ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকেই জয়-মাহির ডিভোর্স তরজা চলছে। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন দম্পতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা দু'জনেই।
  • এর আগে জয় ও মাহির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল যে, তাঁদের বিছেদ নিয়ে যে জল্পনা চলছে তা সত্যি।
  • এদিন যৌথভাবে জয় ও মাহি তাঁদের পোস্টে বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন
Advertisement