shono
Advertisement

Breaking News

Ekta Kapoor

পুরনো চাল ভাতে বাড়ে, 'কিঁউ কি'-এর পর ফিরছে একতা কাপুরের একাধিক কালজয়ী ধারাবাহিক

কোথায় দেখানো হবে এই ধারাবাহিকগুলি?
Published By: Arani BhattacharyaPosted: 02:22 PM Jul 31, 2025Updated: 02:45 PM Jul 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছে কালজয়ী হিন্দি ধারাবাহিক 'কিঁউ কি সাস ভি কভি বহু থি' সিজন ২। দর্শকের এক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে বলা যায়। ফের পর্দায় ম্যাজিক তৈরি কছে তুলসী ও মিহির। আর তুলসীর সেই চরিত্রে বরাবরের মতোই দৃষ্টি আকর্ষণ করছেন স্মৃতি ইরানি। এবার টেলিভিশনের পর্দায় সম্প্রচার হওয়ার পাশাপাশি এই ধারাবাহিক এবার থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও।

Advertisement

কিঁউ কি সাস ভি কভি বহু থি' সিজন ২'র পাশাপাশি একইসঙ্গে একতা কাপুরের আরও বেশ কিছু কালজয়ী ধারাবাহিকও দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে সেই তালিকায় রয়েছে 'কাহি তো হোগা', 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়', 'কসৌটি জিন্দেগি কি', 'কাহি তো হোগা', 'কাহানি ঘর ঘর কি'-এর মতো কালজয়ী ধারাবাহিক। শোনা যাচ্ছে, হটস্টারে দেখা যাবে এই ধারাবাহিকগুলি

উল্লেখ্য, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই ধারাবাহিকগুলি এখন ওটিটিতে আসলেও এমন একটা সময় ছিল যখন শুধুই টেলিভিশনের পর্দাই শুধু সম্বল ছিল দর্শকের কাছে তখনও এর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। একতা কাপুরের একাধিক পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত টেলিভিশনের ম্যাগনাম ওপাস পর্দায় একের পর এক কালজয়ী ধারাবাহিক সেই পুরনো সময়েই ফের টাইম মেশিনে করে নিয়ে যাবে দর্শককে। এখন অপেক্ষা শুধু সময়ের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার টেলিভিশনের পর্দায় সম্প্রচার হওয়ার পাশাপাশি এই ধারাবাহিক এবার থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মেও।
  • কিঁউ কি সাস ভি কভি বহু থি' সিজন ২'র পাশাপাশি একইসঙ্গে একতা কাপুরের আরও বেশ কিছু কালজয়ী ধারাবাহিকও দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে।
  • একের পর এক কালজয়ী ধারাবাহিক সেই পুরনো সময়েই ফের টাইম মেশিনে করে নিয়ে যাবে দর্শককে।
Advertisement