shono
Advertisement
Madhumita Sarcar

ছোট পর্দায় ফিরছেন মধুমিতা, কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী মধুমিতা।
Published By: Arani BhattacharyaPosted: 06:33 PM Aug 30, 2025Updated: 06:33 PM Aug 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় পর্দা ও ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করার পর ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এবার এক্কেবারে নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো।

Advertisement

স্টার জলসার নতুন ধারাবাহিক 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকে এবার র‍্যাপারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। প্রোমো দেখে সেরকমই বোঝা যাচ্ছে। সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে এই ধারাবাহিকে। যদিও এই নতুন ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। অনেকেই সোশাল মিডিয়ায় এই প্রোমো দেখে অনেকেই বলেছেন ধারাবাহিকের নাম তাঁদের পছন্দ হচ্ছে না। কেউ বলেছেন আবার মধুমিতার লুক পছন্দ হয়নি। আবার কেউ কেউ নতুনভাবে মধুমিতাকে দেখার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন।

 

তবে প্রোমো প্রকাশ্যে আসার পর মিশ্র প্রতিক্রিয়া মিললেও এখন অপেক্ষা ধারাবাহিক শুরু হওয়ার। মধুমিতার নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার পর তা কতটা গ্রহণ করেন দর্শক এখন তাই দেখার। উল্লেখ্য, স্টার জলসার ধারাবাহিক 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান মধুমিতা। শেষ তাঁকে দেখা গিয়েছিল স্টার জলসারই জনপ্রিয় আরও এক ধারাবাহিক 'কুসুম দোলা'তে। ফের নতুন চরিত্রে মধুমিতা আরও একবার তাক লাগাবেন বলেই আশা অরছেন সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্টার জলসার নতুন ধারাবাহিক 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকে এবার র‍্যাপারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।
  • প্রোমো দেখে সেরকমই বোঝা যাচ্ছে। সাধারণ একটি পরিবারের মেয়ের দর্শকের কাছে পছন্দের গায়িকা হয়ে ওঠার এক অদম্য ইচ্ছাই প্রকাশ পাবে এই ধারাবাহিকে।
  • যদিও এই নতুন ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।
Advertisement