shono
Advertisement

Breaking News

Dileep Sankar Death

হোটেলের ঘরে রহস্যমৃত্যু জনপ্রিয় অভিনেতার, পচা গন্ধ বেরতেই উদ্ধার দেহ

আউটডোর শুটিং করতে গিয়ে হোটেলের ঘরে রহস্যমৃত্যু অভিনেতার।
Published By: Sandipta BhanjaPosted: 04:22 PM Dec 29, 2024Updated: 04:22 PM Dec 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আউটডোর শুটিং করতে গিয়ে রহস্যজনক মৃত্যু। হোটেলের ঘর থেকে উদ্ধার জনপ্রিয় মালয়ালম অভিনেতা দিলীপ শঙ্করের দেহ। দিন দুয়েক অভিনেতাকে রুম থেকে বেরতে না দেখেই সন্দেহ হয় হোটেলের কর্মীদের। তবে পচা গন্ধ না বেরনো অবধি কেউই খতিয়ে দেখার চেষ্টা করেননি বিষয়টি। শেষমেশ দু দিন বাদে হোটেলের ঘর থেকেই উদ্ধার হয় অভিনেতার দেহ।

Advertisement

দিলীপ শঙ্কর (Dileep Sankar) মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেশ খ্যাতনামা। জানা গিয়েছে, তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। সেই সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন, শুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দু দিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ। ফের সিরিয়ালের শুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমেরই একটি হোটেলে থেকে যান। কিন্তু দু দিন বাদে তাঁর মৃত্যুর খবর মেলে। এদিকে দিলীপ শঙ্করের সহ-অভিনেতারা জানিয়েছেন, বিগত কয়েক দিন ধরেই নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। পুলিশ ইতিমধ্যেই অভিনেতার রহস্যমৃত্যুর কিনারা করতে তদন্তে নেমেছে।

হোটেল কর্তপক্ষের তরফে জানানো হয়েছে, ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি গিয়ে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করে। আম্মাইয়ারিআত্থে, পঞ্চগনির মতো একাধিক জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন দিলীপ শঙ্কর। এদিকে অভিনেতার মৃত্যুর খবরে দক্ষিণী টেলিদুনিয়া এবং ভক্তমহলে শোকের ছায়া নেমে এসেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আউটডোর শুটিং করতে গিয়ে রহস্যজনক মৃত্যু।
  • হোটেলের ঘর থেকে উদ্ধার জনপ্রিয় মালয়ালম অভিনেতা দিলীপ শঙ্করের দেহ।
Advertisement