সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরলেই আগামী ১৯ তারিখ রুবেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। তার প্রাক্কালেই 'কোন গোপনে মন ভেসেছে' সিরিয়ালের সেটে অভিনব কাণ্ড! আচমকাই একদল ভক্ত ধারাবাহিকের সেটে হাজির মাছ-মিষ্টি নিয়ে। সঙ্গে সোনার উপহারও। সকলে মিলে হইহই করে শট দেওয়ার অবসরে শ্বেতাকে আইবুড়ো ভাত খাওয়ালেন।
টেলিপর্দার নায়ক-নায়িকাদের ঘিরে বরাবরই দর্শকদের একটা আলাদা উন্মাদনা থাকে। মিঠাই সিরিয়াল শেষ হওয়ার দিন সেই উন্মাদনা টের পেয়েছিলেন সৌমিতৃষা কুণ্ডু। এবার শ্বেতার বিয়ের আগেও তেমনই এক অভিনব ঘটনা ঘটল 'কোন গোপনে মন ভেসেছে'র সেটে। তাঁকে ঘিরে যে অনুরাগীদের এহেন উন্মাদনা, সেটা নিজেই বুঝতে পারেননি অভিনেত্রী। তবে ভক্তদের এই আইবুড়োভাতের আয়োজনে শ্বেতা যে মন্ত্রমুগ্ধ, তা সোশাল মিডিয়া পোস্টেই বুঝিয়ে দিলেন। রজনীগন্ধার মালা, চন্দন, ধান-দূর্বা, প্রদীপ থেকে মাছ-মাংস, পোলাও, পাঁচ রকম ভাজা, ডিম, শেষপাতে মিষ্টি, চাটনি কিছুই বাদ দেননি শ্বেতার ভক্তরা। প্রিয় অভিনেত্রীর জন্য একেবারে এলাহি আয়োজন সেরেছেন। আর উপহারও সব দারুণ! কী কী?
উচ্ছ্বসিত অথচ আবেগপ্রবণ শ্বেতা ভট্টাচার্য জানালেন, একজন সোনার জোড়া পলা বাঁধানো, আবার কেউ বা দারুণ শাড়ি উপহার দিয়েছেন। তাঁর কথায়, "বড় ব্যাগে করে সব গুছিয়ে এনেছিলেন ওঁরা। আইবুড়োভাতের আয়োজনে কোনও ত্রুটি রাখেননি। ওঁরা সকলেই বিয়েতে আমন্ত্রিত থাকবেন।" দিন কয়েক আগেই বন্ধুদের এলাহি আয়োজনে আইবুড়োভাত খেয়েছিলেন শ্বেতা-রুবেল। পাতে ছিল পোলাও, সাদা ভাত, পাঁচ ভাজা, মাছ-মাংস, পায়েস, কেক। এবার সিরিয়ালের সেটেই অনুরাগীরা পরম যত্নে আইবুড়োভাত খাওয়ালেন অভিনেত্রীকে।
'যমুনা ঢাকি' ধারাবাহিকে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্বেতা-রুবেল। সেই থেকেই দু জনের প্রেমের গুঞ্জন। প্রথমে বিষয়টি বন্ধুত্বই ছিল। তারপর শুরু হয় প্রেম। 'নিম ফুলের মধু' সিরিয়ালের অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে পায়ে আঘাত পান রুবেল। করাতে হয় অস্ত্রোপচার। সেই সময়ও প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা। একে অন্যকে চোখে হারান তারকা যুগল। নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন। এর আগে শোনা গিয়েছিল, ২০২৫ সালের ১৯ জানুয়ারি বিয়ে সারবেন শ্বেতা-রুবেল। জানা গিয়েছে, একেবারেই ছিমছাম অনুষ্ঠানে বিয়ে সারবেন এই তারকা যুগল।