সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দা থেকে সোশাল মিডিয়া সব জায়গাতেই অত্যন্ত পরিচিত মুখ শুভ্রজিৎ সাহা ও প্রিয়াঙ্কা মিত্র। তাঁদের রসায়ন ঠিক কতটা পোক্ত তা তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই বোঝা যায়। বন্ধুত্ব থেকে প্রেম তারপর ২০২৪ সালে আইনি বিয়ে। এবার সামাজিকভাবে বিয়ে সারতে চলেছেন তাঁরা।
২০২৪ সালে আইনি বিয়ের পর্ব সারার পর এবার ২০২৬ সালে সামাজিকভাবে চারহাত এক হবে এই জনপ্রিয় জুটির। অপেক্ষার আর মাত্র এক মাস। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন এই খবর অভিনেত্রী। ইতিমধ্যেই আইবুড়োভাত খাওয়া শুরু করে দিয়েছেন তাঁরা দু'জন। এলাহি ভোজের আয়োজন প্রিয়াঙ্কা ও শুভ্রজিতের আইবুড়োভাতে। একে অপরকে খাইয়ে নিজেদের জীবনের নতুন শুরুয়াতের উদযাপনে মেতেছেন তাঁরা। ক্যাপশনেই অভিনেত্রী লিখেছেন, 'অপেক্ষার আর মাত্র এক মাস।'
শাড়ি-পাঞ্জাবিতে সেজে আইবুড়োভাত খেতে বসেছেন প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ। দু'জনেই পরেছেন রজনীগন্ধার মালা, শোলার মুকুট ও টোপর। আইবুড়োভাতের ভোজের থালা সেজেছে ভাত, পোলাও, মাটন, চিংড়ি, লুচি, মিষ্টিতে। উল্লেখ্য, এই মুহূর্তে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'চিরসখা'তে। অন্যদিকে শুভ্রজিৎ এর আগে 'নয়নতারা', 'রাখি বন্ধন' ধারাবাহিকে জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে এই মুহূর্তে শনিবার তাঁদের এই পোস্টের পর সকলেই উন্মুখ হয়ে আছে মিষ্টি এই জুটির চার হাত এক হওয়া দেখার জন্য।
