শহর থেকে প্রান্তিক এলাকা, বিভিন্ন প্রান্তের নারীদের জীবনের সংগ্রাম দীর্ঘদিন ধরে দর্শকের দরবারে পৌঁছে দিয়েছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো 'দিদি নম্বর ১'। বাংলার ঘরে ঘরে এই শোয়ের জনপ্রিয়তা ঠিক কতটা তা বোধহয় আলাদা করে বলার প্রয়োজন পরে না। এবার বিরাট বদল হতে চলেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের শোয়ে। পয়লা ফেব্রুয়ারি থেকে বদল হতে চলেছে 'দিদি নম্বর ১' সম্প্রচারের সময়। এবার থেকে কোন সময়ে দেখা যাবে রচনার এই শো?
ইতিমধ্যেই জি বাংলার অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে নতুন প্রোমোর মাধ্যমে জানানো হয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো সম্প্রচারের সময়। আগামী পয়লা ফেব্রুয়ারি, রবিবার থেকে বিকেল সাড়ে চারটেতে সম্প্রচারিত হবে 'দিদি নম্বর ১'। তবে এই প্রথম নয়, এর আগেও জনপ্রিয় রিয়ালিটি শো সম্প্রচারের সময় বদলেছে। তবে তাতে এতটুকু ক্ষুণ্ণ হয়নি রচনার শোয়ের গুরুত্ব। বরং দিনের পর দিন 'দিদি নম্বর ১'র জনপ্রিয়তা বেড়েছে সব মহলে।
মাঝে এই শোয়ে কয়েকদিনের জন্য বদলেছিল সঞ্চালকও। রচনার পরিবর্তে মীর এই শোয়ের সঞ্চলনা করেন। উল্লেখ্য, টেলিপর্দার জনপ্রিয় শো ‘দিদি নম্বর ১’ সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে প্রতিটি ঘরের দর্শকের রোজনামচা। সেই শোয়ের হাত ধরেই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও হয়ে উঠেছেন প্রতিটি পরিবারের সদস্য। দায়িত্বের সঙ্গে বছরের পর বছর এই শো সঞ্চালনা করছেন তিনি। মাঝে বেশ কয়েকবার সম্প্রচারের সময় বদলানোর সঙ্গে সঙ্গে সঞ্চালকের মুখ বদলও হয়েছে। তবে রচনাই যে দর্শকের পছন্দের তা একপ্রকার প্রমাণিত বলা যায়। আর তা প্রমাণ করে দিয়েছেন তাঁর দর্শকই।
