টেলিভিশনের পর্দায় জার্নি শুরু করেই রীতিমতো দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল 'রাজরাজেশ্বরী রানি ভবানী'। জার্নি শুরু করে টিআরপিতে সেরার সেরাও হয়। এবার সেই ধারাবাহিকের জার্নিই শেষ হতে চলেছে পর্দায়। কবে শেষ শুটিং? কবেই বা শেষ সম্প্রচার টেলিপর্দায়?
সূত্র মারফত জানা যাচ্ছে, বৃহস্পতিবারই এই ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গিয়েছে। শুরু হওয়ার ছয় মাসের মাথাতেই রাজনন্দিনীর প্রথম ধারাবাহিকের শুটিং শেষ হলেও টেলিভিশনের পর্দায় এখনই শেষ হচ্ছে না এই ধারাবাহিকের সম্প্রচার। শোনা যাচ্ছে, শেষ পর্বে দর্শকের জন্য বিশেষ চমক থাকবে। তাঁরপর শেষ হবে পর্দায় এই ধারাবাহিকের জার্নি। তবে সেই শেষ পর্ব কবে সম্প্রচারিত হবে তা এখনই সঠিকভাবে জানায়নি ধারাবাহিকের টিম। শেষ দিনের পর্বে নাকি রানি ভবানীর সাম্রাজ্যের অন্য আরও একটি দিক তুলে ধরা হবে। যদিও সেসব নিয়ে এখনই সবিস্তারে জানায়নি ধারাবাহিকের টিম। বলে রাখা ভালো, ইন্দ্রাণীকন্যা রাজনিন্দিনী পালের অভিনয়জীবনের প্রথম ধারাবাহিক। অন্যান্য মাধ্যমে অভিনয় করলেও টেলিপর্দায় এটিই ছিল তাঁর প্রথম যাত্রা। পর্দায় সায়ন বসুর বিপরীতে দেখা গিয়েছিল রাজনন্দিনীকে।
মাত্র ছয় মাসের মাথাতেই শেষ হচ্ছে ধারাবাহিকের পথ চলা। রাজনন্দিনী ও সায়ন ছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানসী সেনগুপ্ত, অরিজিতা মুখোপাধ্যায়, রাজদীপ গুপ্ত প্রমুখ। উল্লেখ্য, ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ ধারাবাহিকের প্রথম পর্বের সম্প্রচারের পর থেকেই তা বেশ সাড়া ফেলেছিল। প্রথম পর্বে তুলে ধরা হয়েছিল রানি ভবানীর জন্ম, তাঁর বেড়ে ওঠা, তাঁর অস্ত্র শিক্ষা এসব। উঠে এসেছিল নাটোর রাজ পরিবারের অন্দরের ছবিও। রাজপরিবারের ভিতরের ষড়যন্ত্র, ও নানা ঘটনা।
