সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক ধরেই সোশাল পাড়ায় ট্রেন্ডিং ঋজু বিশ্বাস। একসময়কার জনপ্রিয় ধারাবাহিক 'বউ কথা কও'-এর 'প্রিয় নিখিল' নেটবাসিন্দাদের চোখে রীতিমতো 'ভিলেন' হয়ে উঠেছেন। ম্যাসেঞ্জারে মেয়েদের 'শাড়িতে ভালো লাগছে' বলে মহাবিপাকে পড়েছেন ঋজু! অভিনেতার বিরুদ্ধে 'ভারচুয়াল হেনস্তা'র মতো অভিযোগও উঠেছে। যদিও ঋজু পালটা প্রশ্ন ছুড়েছিলেন, 'শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়?' তবে 'ড্যামেজ কন্ট্রোল' করতে নেমেও রেহাই পাননি। বরং 'নিখিল'-এর কপালে জুটেছে লাগাতার কটাক্ষ, সমালোচনা। কটুক্তির শিকার হতে হয়েছে অভিনেতার ক্য়ানসারে আক্রান্ত মাকেও। ট্রোল-মিম, বিদ্রুপের অন্ত নেই তাঁকে ঘিরে। শেষমেশ ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন ঋজু বিশ্বাস।
অভিনেতার মন্তব্য, "আমি কোনও উদ্দেশ্য নিয়ে মেসেজ করিনি। তবু যদি কারও খারাপ লেগে থাকে, আমি ক্ষমা চাইছি সকলের কাছে। এবার এই বিষয়টি বন্ধ করুন।" ঋজুর সংযোজন, "গত চার-পাঁচ দিন ধরে সোশাল মিডিয়াতে যা চলছে, তাতে আমি নিজে ভীষণভাবে বিধ্বস্ত। তার থেকেও বড় কথা, আমার মাকেও বেশ কিছু বাজে কথা বলা হচ্ছে। আমার মা আমাকে জানালেন বিষয়টি। মাকে আমি আমার ভগবান বলেই বিশ্বাস করি। মা আমাকে বললেন- সবাই আমার উপর খানিক বিরক্ত হয়েছেন হয়তো। ইন্ড্রাস্ট্রিতে আমার কিছু দাদাদিদিরাও আছেন, তাঁরা সকলে আমার সঙ্গে কথা বলেছেন। তাই আমি একটা কথাই বলতে চাই- আমি কিন্তু কাউকে কোনওরকম বাজে উদ্দেশ্য নিয়ে কোনও কথা বলিনি, বা বলতে চাইনি। তাই আমার মন্তব্যে যদি কারও খারাপ লেগে থাকে, আমি তাঁদের কাছে ক্ষমা চাইছি। আমি দুঃখিত।" অভিনেতার আর্জি, "এই জিনিসটাকে আর নোংরামির দিকে নিয়ে যাবেন না, দয়া করবেন। আমার কোনও বাজে বা খারাপ উদ্দেশ্য কখনওই ছিল না। বাকিটা আপনাদের উপর। আপনারা ভালো থাকবেন।"
সম্প্রতি জনৈক উঠতি মডেল ঋজুর সঙ্গে তাঁর ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে 'ভারচুয়াল হেনস্তা'র অভিযোগ তোলেন। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। তার পর থেকেই ঋজু বিশ্বাসের বিরুদ্ধে অনেক মহিলা এই একই অভিযোগ তুলেছেন। এমনকী প্রমাণ হিসেবে অভিনেতার সঙ্গে চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেছেন তাঁরা! যেগুলোর প্রত্যেকটিতেই 'শাড়ি পরে ভালো লাগছে' মন্তব্যটি রয়েছে। আর তার পর থেকেই ঋজুকে নিয়ে নেটপাড়ায় ট্রোল-মিমের অন্ত নেই। সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাঁকে। ইতিমধ্যেই অভিযোগকারিণীর বিরুদ্ধে পালটা আইনি পদক্ষেপ করেছেন অভিনেতা। নেটপাড়ার রোষানলে পড়ে এবার ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন ঋজু বিশ্বাস।
