shono
Advertisement
Rupali Ganguly

শ্রাবণের সোমবারে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো 'অনুপমা' রূপালির, কী মানত করলেন?

'হর হর মহাকাল' ধ্বনিতে আধ্যাত্মিক অনুভূতি ভাগ করে নিলেন অভিনেত্রী।
Published By: Sandipta BhanjaPosted: 07:03 PM Jul 28, 2025Updated: 07:07 PM Jul 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই ধর্ম-কর্মে বিশ্বাসী 'সংস্কারি' রূপালি গঙ্গোপাধ্যায়। উৎসব-অনুষ্ঠানে সিঁদুরে সিঁথি রাঙান প্রবাসী বঙ্গকন্যা। পরেন শাঁখা-পলাও। গত জানুয়ারি মাসেই মহাকুম্ভে আস্তার ডুব দিয়ে দেশ-দশের মঙ্গলকামনা করেছিলেন অভিনেত্রী। এবার পবিত্র শ্রাবণের সোমবার উপলক্ষে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন রূপালি।

Advertisement

'অনুপমা' ধারাবাহিকের সুবাদে রূপালি গঙ্গোপাধ্যায় বর্তমানে টেলিদর্শকদের অন্দরমহলের প্রিয় পাত্রী। অতঃপর অভিনেত্রীর সোশাল মিডিয়ার গতিবিধিও নজরে থাকে ভক্তদের। তাই সোমবার রূপালির সুবাদে মহাকাল দর্শনে যেন তাঁদের পরমপ্রাপ্তি ঘটল। অভিনেত্রীকে যার জন্য ধন্যবাদও জানিয়েছেন তাঁরা। পরনে হলুদ শাড়ি। হাতে সোনায় বাঁধানো শাঁখা-পলা। মন্দিরের গর্ভগৃহে ভক্তিভরে পুজো দিতে দেখা গেল 'অনুপমা'কে। আর সেই আধ্যাত্মিক অনুভূতি তিনি ভাগ করে নিলেন 'হর হর মহাকাল' ধ্বনি দিয়ে। কথিত আছে, মহাকালেশ্বর মন্দিরে বাহন নন্দী মহারাজের কানে নিজের ইচ্ছেপ্রকাশ করলে, সেটা মহাদেবের কাছে পৌঁছয়। সেই নিয়ম মেনেই মানত করতে দেখা গেল রূপালিকে। তবে এবার আর নিজের মানত নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। হিন্দি ক্যালেন্ডারে আজ শাওন মাসের তৃতীয় সোমবার, উপরন্তু শুক্লা পক্ষ। আর সেই প্রেক্ষিতেই শুভ তিথিনক্ষত্র দেখে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী। রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল তাঁর পরিচালক স্বামী অশ্বীন কে ভার্মাকে।

প্রসঙ্গত, বাস্তবজীবনের জন্য মাসখানেক ধরেই বিতর্কে রয়েছেন ‘অনুপমা’ অভিনেত্রী। তাঁর সৎ মেয়ের অভিযোগ, তাঁর বাবাকে অভিনেত্রী কেড়ে নিয়েছেন। যদিও এরপর পালটা মানহানি মামলার হুঁশিয়ারি দিতেই সৎ মেয়ে খানিক মুখ বন্ধ রেখেছেন। তবে মাঝেমধ্যেই সৎ মা রুপালির উদ্দেশে বিষোদগার করতে দেখা যায় তাঁকে। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ রুপালি। নিজেকে মোদির অন্ধভক্ত বলেও ঘোষণা করেছেন একাধিকবার। ২০২৩ সালে ‘ভোকাল ফর লোকাল’ ক্যাম্পেইনের দূত হতে পেরে বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন অভিনেত্রী। ২০২৪ সালে মহাশিবরাত্রির দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হিন্দি ক্যালেন্ডারে আজ শাওন মাসের তৃতীয় সোমবার, উপরন্তু শুক্লা পক্ষ।
  • আর সেই প্রেক্ষিতেই শুভ তিথিনক্ষত্র দেখে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী।
  • রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল তাঁর পরিচালক স্বামী অশ্বীন কে ভার্মাকে।
Advertisement