shono
Advertisement
Rupali Ganguly

সন্তান জন্মের পর হয়েছিলেন বডি শেমিংয়ের শিকার, মুখ খুললেন পর্দার 'অনুপমা' রূপালি

ঠিক ঠিক কী কী কটাক্ষের শিকার হতে হয়েছিল রূপালিকে?
Published By: Arani BhattacharyaPosted: 03:08 PM Aug 31, 2025Updated: 04:22 PM Aug 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় জগতে বিভিন্ন সময়ে শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে বহু অভিনেত্রীকে। কখনও সন্তান জন্মানোর পর শারীরিক পরিবর্তন তো কখনও বোটক্স বা সার্জারি নিয়ে নানা সময় কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীদের। এবার এই নিয়ে মুখ খুললেন ছোটপর্দার 'অনুপমা' অর্থাৎ রূপালি গঙ্গোপাধ্যায়। সন্তান জন্ম দেওয়ার পর তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে ঠিক ঠিক কী কি কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে এই নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী।

Advertisement

এ প্রসঙ্গে অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, "রুদ্রাংশ জন্মানোর পর আমার চেহারায় বিশাল পরিবর্তন এসেছিল। আমার সেই মুহূর্তে ৮৩ কেজি ওজন হয়ে গিয়েছিল। আমি আয়নার সামনে নিজেকে দেখতেই ভুলে গিয়েছিলাম। যখন একজন মানুষের কোমরের মাপ ২৪ থেকে ৪০ ইঞ্চি হয়ে দাঁড়ায় তা মেনে নেওয়া সত্যিই অসুবিধার। আমাকে সকলে মোটা বলতে শুরু করে। এই সময়ে এরকম কথা সত্যিই মনকে ভীষণ কষ্ট দেয়।"

২০১৩ সালে অশ্বিন বর্মাকে বিয়ে করেন রূপালি । ওই বছরই আগস্ট মাসেছেলে রুদ্রাংশু আসে কোল আলো করে। অন্যদিকে 'সারাভাই ভার্সেস সারাভাই' টিভি শোয়ে প্রথম দর্শকের নজরে আসেন রূপালি । পরবর্তীতে 'অনুপমা' ধারাবাহিকে জনপ্রিয়তা পান অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রূপালী গঙ্গোপাধ্যায় সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, "রুদ্রাংশ জন্মানোর পর আমার চেহারায় বিশাল পরিবর্তন এসেছিল। "
  • "আমার সেই মুহূর্তে ৮৩ কেজি ওজন হয়ে গিয়েছিল। আমি আয়নার সামনে নিজেকে দেখতেই ভুলে গিয়েছিলাম।"
  • " যখন একজন মানুষের কোমরের মাপ ২৪ থেকে ৪০ ইঞ্চি হয়ে দাঁড়ায় তা মেনে নেওয়া সত্যিই অসুবিধার।"
Advertisement