সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরিয়ান ভৌমিককে দর্শকরা সৌমদর্শন যুবক হিসাবেই চেনেন। সিরিজ হোক বা সিনেমা কিংবা ছোটপর্দার মেগা- সর্বত্রই তাঁকে দেখে অনুরাগীদের মনে ঝড় ওঠে। আবার কাকাবাবু সিরিজের 'সন্তু' হিসাবে তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। সদ্য শুটিং করেছেন কাকাবাবু সিরিজের নতুন ছবি 'বিজয়নগরের হীরে'র। গত কয়েকদিন আগে ছোটপর্দায় শুরু হয়েছে তাঁর নতুন মেগা 'ভিডিও বৌমা'। সেই ধারাবাহিকেই এবার নতুন লুকে দেখা যাবে আরিয়ানকে।

'ভিডিও বৌমা'র নতুন প্রোমো প্রকাশিত হয়েছে। সেখানে রমণীরূপে দেখা যাচ্ছে অভিনেতাকে। আর তারপর থেকেই অনুরাগী মহলে কৌতূহলের পারদ চড়েছে। লম্বা চুল, লেহেঙ্গা, ওড়না, গয়নার সাজে আরিয়ানকে চেনা দায়। জানা গিয়েছে, মেগার চিত্রনাট্য অনুযায়ী, চরিত্রের প্রয়োজনেই নারীর ছদ্মরূপ ধারণ করেছেন অভিনেতা। গল্প অনুযায়ী, ভাইরাল হওয়ার জন্য ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির ‘হোয়াট ঝুমকা’ গানের সঙ্গে একটি রিল তৈরি করতেই আকাশ তথা আরিয়ানের এই পদক্ষেপ। এই রিলটি দেখার পর আকাশের বাবা নাকি ছেলের উপর রেগে যান। আর তখনই সেই দৃশ্যে প্রবেশ ঘটে ধারাবাহিকের নায়িকা মাটির। বলাই যায়, চারবছর পর ছোটপর্দায় ফিরে দর্শক মনোরঞ্জনে কোনও কসুর করতে চান না অভিনেতা।
পাশাপাশি, মুক্তি পেয়েছে আরিয়ান অভিনীত নতুন ছবি 'স্লেয়ার'-এর ফার্স্ট লুক। হরর-থ্রিলার ঘরানার এই নতুন ছবিতে জুটি বেঁধেছেন শুভঙ্কি ধর ও আরিয়ান ভৌমিক। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক দ্বৈপায়ন এম। 'স্লেয়ার' ছবির গল্প একজন ডাক্তারের উপর ভিত্তি করে তৈরি। কীভাবে তার জীবন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় এবং গোটা ঘটনার পর তার জীবন কোন দিকে মোড় নেয় তা নিয়ে গল্প আবর্তিত হবে। ছবিতে আরিয়ান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য ও অন্যান্যকে। ছবির শ্যুটিং হয়েছে কলকাতাতেই। মিউজিকের দায়িত্বে রয়েছেন প্রীতম দেব। চলতি বছরে প্রযোজক অমিত সিনহার প্রযোজনায় 'অ্যাম্পল ড্রিমস ডেভেলপার্স'-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি।