shono
Advertisement
Tithi Basu

ট্রেনে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার 'মা' সিরিয়ালের 'ঝিলিকে'র! পালটা কী সাফাই অভিনেত্রীর?

সত্যিই কি যাত্রীদের গালিগালাজ করেছেন তিথি! কী ঘটেছে ট্রেনে?
Published By: Manasi NathPosted: 07:08 PM Mar 24, 2025Updated: 07:08 PM Mar 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিমলা ঘুরতে যাওয়ার পথে ট্রেনে গান চালিয়ে বিপাকে পড়লেন মা সিরিয়ালের অভিনেত্রী 'ঝিলিক' তিথি বসু। ট্রেনের অন্যান্য যাত্রীদের বিরক্ত করা থেকে গালিগালাজ দেওয়া-সহ একাধিক অভিযোগ উঠেছে তিথির বিরুদ্ধে। ট্রেনে তিথির এক সহযাত্রী এই অভিযোগ করেছেন। শুধু তাই নয় সোশাল মিডিয়ায় তিনি গোটা ঘটনার কথা জানিয়ে পোস্টও করেছেন। এবার সেই পোস্টের জবাবে পালটা মুখ খুলেছেন অভিনেত্রী। নিজের সোশাল মিডিয়ায় এই নিয়ে একটি ভিডিওবার্তাও শেয়ার করেছেন অভিনেত্রী।

Advertisement

রবিবার এক ভ্রমণ সংস্থার তরফে তিথির ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘এই মুহূর্তে আমি কালকা যাওয়ার জন্য নেতাজি এক্সপ্রেসে রয়েছি। আমাদের কামরায় সহযাত্রী হিসেবে দু'জন ব্লগারও রয়েছেন। কিন্তু এই ব্লগাররা জানেন না যে, তাঁদের পাবলিকপ্লেসে উল্লাস করার অধিকার আছে কিনা। উঁচু আওয়াজে চিৎকার, গান আর হট্টগোল, হাসি সব মিলিয়ে এমনই করছেন তাঁরা যে আশপাশে থাকা অন্য যাত্রীদের কথা ভাবছেনই না। তাঁদের এই আচরণে সত্যি আমি স্তম্ভিত। বারবার অনুরোধ করার পরও তাঁরা চিৎকার করেই যাচ্ছেন, জোরে জোরে গান চালাচ্ছেন। এই নিয়ে বলতে গেলে তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। আমি জানি না এটা কীভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এই মেয়েটিকে দেখছেন, এ সবচেয়ে বাজে ভাষা ব্যবহার করেছিল।’

এরই প্রতিবাদে মুখ খুলেছেন অভিনেত্রী। মাঝরাতে ঘুম থেকে উঠে ভিডিওবার্তা দিয়েছেন অভিনেত্রী। সেখানে তিনি বলেছেন, "আমার ছবি নিয়ে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে। সেই ছবিটা দিয়ে লেখা হয়েছে আমি নাকি যাত্রীদের বিরক্ত করেছি, গালিগালাজ করেছি। পোস্টটা খুব ভাইরালও হয়েছে। আমি তো জানি লোকজন শিক্ষিত, কিন্তু আজ বুঝলাম যে মানুষজন দু'পক্ষের কথা না শুনেই নানা মন্তব্য করতে শুরু করে দেন।"

এরপর নিজের মুখেই ট্রেনে গান চালানোর কথা স্বীকার করেছেন তিথি। পাশাপাশি এও বলেছেন, "অন্যের অসুবিধার কথা মাথায় রেখে আমরা গানের আওয়াজও কমিয়ে দিয়েছিলাম। তারপর বিকেলে আমাদের কামরায় যাঁরা ছিলেন তাঁরা আমাদের সঙ্গে হইহই করছিলেন। সিমলা ঘুরতে যাওয়া হচ্ছে বলে সকলে একসঙ্গে মজা করছিলাম। কিন্তু তখনও এসে এক মহিলা বলেন, গান কেন চলছে? তখন আমারা বলি যে আমরা গান বন্ধ করব না, কিন্তু আস্তে করতে পারি। আর তখন তাঁদের সঙ্গে খুব ভদ্র ভাবেই কথা বলেছি। তারপর তিনি আরপিএফকে অভিযোগ জানান, আমাদের গান বন্ধ করিয়ে দেন। আমারা বন্ধও করে দিই। কিন্তু যাঁরা পোস্টটি করেছেন তাঁরা কোনও পক্ষেই ছিলেন না। হঠাৎ করে পোস্ট করে দিয়েছেন।"

কিন্তু সত্যিই কি যাত্রীদের গালিগালাজ করেছেন তিথি? এ প্রসঙ্গে নায়িকা জানিয়েছেন, "আমি মানছি একটা ঝামেলা হয়েছিল। এবং আমি তাতে জড়িয়েও পড়েছিলাম। তবে এটাও ঠিক সম্মান তাঁরাই পাওয়ার যোগ্য যাঁরা সম্মান করেন। এবার আপনাদের যা মনে হয় ভাবতে পারেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিমলা ঘুরতে যাওয়ার পথে ট্রেনে গান চালিয়ে বিপাকে পড়লেন মা সিরিয়ালের অভিনেত্রী ঝিলিক তিথি বসু।
  • ট্রেনের অন্যান্য যাত্রীদের বিরক্ত করা থেকে গালিগালাজ দেওয়া সহ একাধিক অভিযোগ উঠেছে তিথির বিরুদ্ধে।
  • এরই প্রতিবাদে মুখ খুলেছেন অভিনেত্রী।
Advertisement