shono
Advertisement
Television

ছকভাঙা চরিত্রে শ্রুতি, তাক লাগালেন দর্শককে! দোসর হলেন আরাত্রিকাও

কবে থেকে শুরু হবে শ্রুতি-আরাত্রিকার ধারাবাহিকের সম্প্রচার?
Published By: Arani BhattacharyaPosted: 01:26 PM Aug 20, 2025Updated: 01:26 PM Aug 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ধারাবাহিকে ফিরছেন শ্রুতি ও আরাত্রিকা, এই খবর আগেই মিলেছিল। এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের নাম ও তার সঙ্গে প্রচার ঝলক। সেখানেই নতুন অবতারে শ্রুতিকে দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে সকলের।

Advertisement

নতুন এই ধারাবাহিকের নাম 'জোয়ার ভাঁটা'। উল্লেখ্য, নিজেকে বরাবর নতুন নতুন চরিত্রে ভাঙতে ভালোবাসেন শ্রুতি। আগে অভিনয় করা সমস্ত চরিত্রের থেকে এই চরিত্র অনেকটা আলাদা বলেই তা তাঁর মন ছুয়েছিল এ কথা আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন অভিনেত্রী। ধারাবাহিকের প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর আক্ষরিক অর্থেই তা যে সত্যি সেই প্রমাণ মিলল। একইভাবে আরাত্রিকার চরিত্রটির কিছু ঝলক দেখে তাঁকে বরাবরের মতোই বাড়ির দায়িত্বশীল, ধীর-স্থির, শান্ত স্বভাবের মেয়ে মনে হলেওই তাঁর চরিত্রেও কিন্তু অনেক স্তর থাকবে। আরাত্রিকা অভিনীত 'উজি' চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র।

 

ধারাবাহিক শুরু হওয়ার আগেই জানা গিয়েছিল দুই অভিনেত্রীর চরিত্র কেমন হতে চলেছে। এবার তার কিছু ঝলক চাক্ষুষ করে বোঝা যাচ্ছে, অন্ধকার জগতের সঙ্গে নিত্য ওঠাবসা 'নিশা' অর্থাৎ শ্রুতির। আসানসোলের কয়লাখনির প্রেক্ষাপটে বোনা হয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো। দুই বোনের চোখেই জীবনে বড় হওয়ার স্বপ্ন। তবে তা কিছুটা আলাদাভাবে। নিশা চায় অসৎপথে রোজগার করে ধনী হতে আর উজি চায় সৎপথে পড়াশোনা করে চাকরি পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে। দুই বোনের স্বভাবে কোনও মিল না থাকলেও উজি তার সবটুকু উজাড় করে নিশার সমস্ত দুঃসময়ে পাশে থাকে। এমন গল্পই যে বলবে এই ধারাবাহিক সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। একইসঙ্গে আরও একটি বিষয়ে সিলমোহর পড়ল। এর আগে গুঞ্জন ছইল দুই অভিনেত্রীর পাশাপাশি ধারাবাহিকে নায়কের চরিত্রে দীখা যাবে অভিষেক বীর শর্মাকে। এবার ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসার পর একঝলক দেখা যায় ব্যানার্জি বিল্ডার্স-র বড় হোর্ডিং। আর তাতেই দেখা যায় ধারাবাহিকের নায়ককে। যদিও কবে থেকে টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু হবে নতুন এই ধারাবাহিকের তা অবশ্য জানানো হয়নি প্রযোজনা সংস্থার তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নতুন এই ধারাবাহিকের নাম 'জোয়ার ভাঁটা'।
  • উল্লেখ্য, নিজেকে বরাবর নতুন নতুন চরিত্রে ভাঙতে ভালোবাসেন শ্রুতি।
  • এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের নাম ও তার সঙ্গে প্রচার ঝলক।
Advertisement