সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই মুখ তাঁরা। দর্শকের দুই পছন্দের অভিনেত্রী শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি। এবার একসঙ্গে একই ধারাবাহিকে অভিনয় করবেন তাঁরা দুই বোনের চরিত্রে। তবে দর্শকের সামনে পর্দায় দু'জন একসঙ্গে ধরা দেওয়ার আগেই কাজের দৌলতে তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে। আর তাই তাঁরা দুজনেই তাঁদের বন্ধুত্বকে সেলিব্রেট করতেই চলে গিয়েছেন একটা ভ্যাকেশনে।
পাহাড়ে বন্ধুত্বের সেলিব্রেশনে মেতেছেন শ্রুতি-আরাত্রিকা। সঙ্গে রয়েছে দুই অভিনেত্রীর পরিবারও। তবে বাকি সদস্যদের দেখা না গেলেও দেখা যাচ্ছে শ্রুতি ও আরাত্রিকার আদুরে বেশ কিছু ছবি। খুব তাড়াতাড়ি শুরু হবে এই নতুন ধারাবাহিকের পথচলা। আসানসোলে হবে ধারাবাহিকের শুটিং। তার আগে বন্ধুত্বযাপনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে শ্রুতি লেখেন, 'আমাদের নতুন পথচলা শুরু হবে। আমাদের ভালোবাসা ও শুভকামনা জানাবেন।'
উল্লেখ্য, এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শ্রুতি ও আরাত্রিকাকে। পর্দায় তাঁরা দুই বোনের চরিত্রে অভিনয় করবেন। ধারাবাহিকে আরাত্রিকার চরিত্রের নাম ‘উজি’। যার জীবনের মূল লক্ষ্য হল একজন সৎ ও আদর্শ মানুষ হয়ে ওঠা। এতদিন যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন আরাত্রিকা তার থেকে এই চরিত্র অনেকটাই আলাদা বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে অভিনেত্রী। ‘নিশা’ ও ‘উজি’ দুই বিপরীত চরিত্রকেই ফুটিয়ে তোলা হবে এই ধারাবাহিকে। উল্লেখ্য, দুই অভিনেত্রীই শেষ ধারাবাহিকের পর কাজ করে ফেলেছেন তাবড় পরিচালকদের সঙ্গে। কিছু মাস আগেই আরাত্রিকা শেষ করেছেন তাঁর শেষ ধারাবাহিক ‘মিঠিঝোরা’। এই ধারাবাহিক শেষ করার পর সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। অন্যদিকে শ্রুতি বছরখানেক আগে শেষ করেছেন ‘রাঙা বউ’ ধারাবাহিক। এখন দুই পছন্দের অভিনেত্রীকে একসঙ্গে ছোট পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।
