shono
Advertisement
Shweta Bhattacharya-Sai Pallavi

'সাই পল্লবীকে চিনি না', পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য শ্বেতার, পালটা দিল নেটিজেনরা

নিজের সেই শর্তের বাইরে গিয়ে কখনও কাজ করতে দেখা দেখা যায়নি শ্বেতাকে।
Published By: Arani BhattacharyaPosted: 01:42 PM Aug 26, 2025Updated: 01:48 PM Aug 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৭ বছর টেলিভিশনের পর্দায় অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। দর্শক তাঁকে বরাবর ধারাবাহিকে নায়িকার চরিত্রে পেয়ে এসেছেন। তবে এত বছর বিনোদুনিয়ায় কাজ করে ফেললেও বেশ কিছু নিয়ম নিজে মেনে চলেন অভিনেত্রী। শুধু তাই নয় নিজের সেই শর্তের বাইরে গিয়ে কখনও কাজ করতে দেখা দেখা যায়নি। তা হল পোশাক নিয়ে বেশ কিছু শর্ত মেনে চলেন শ্বেতা। সম্প্রতি তাঁর সেই বিষয় নিয়েই সোশাল মিডিয়া ফের উত্তাল।

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে শ্বেতা ফের তাঁর পোশাক নিয়ে সচেতন থাকা প্রসঙ্গে বলেন, "আমি কখনও স্লিভলেস পোশাক পরব না। কারণ আমি এখানে নিজের ট্যালেন্ট বেচতে এসেছি শরীর বেচতে নয়।" তাঁর এই মন্তব্যের পর সোশাল মিডিয়ায় নানা কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। এবার পুজোর বাজার করতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী ফের বলেন, "আমি শর্টড্রেস পরি না। আগামীতেও পরব না। কারণ আমার মনে হয় আমাকে ওই পশাকে মানায় না। কিন্তু যাঁদের সত্যিই মানায় তাঁদের দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে।" একইসঙ্গে শ্বেতাকে তখন দক্ষিণী বিনোদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে তুলনা টেনে বলা হয় তুমি ঠিক সাই পল্লবীর মতো এ বিষয় মেনে চল। এ প্রসঙ্গে শ্বেতা আরও বলেন, "আমি সত্যিই সাই পল্লবীকে চিনি না। কখনও তাঁর কোনও ছবিও দেখিনি। তবে আমি নিজে এই বিষয় অনেক দিন ধরেই মেনে আসছি।"

উল্লেখ্য, বরাবর নিজেকে শাড়ি বা ভারতীয় পোশাক পরতেই স্বাছন্দ্য বোধ করেন শ্বেতা। এর বাইরে অন্য কোনও পোশাকে কোনও চরিত্রে দেখা যায়নি। সম্প্রতি সেই নিয়ে অভিনেত্রীর মন্তব্য বেশ ভাইরাল হয়েছিল। সাই পল্লবীকে নিয়ে মন্তব্যও ফের ভাইরাল হয়েছে সঙ্গে ধেয়ে এসেছে নানা কটাক্ষ। তবে অভিনেত্রী যদিও সেসবে কর্ণপাত করতে একেবারেই নারাজ। কারণ তিনি নিজের জীবনকে নিজের মতো করে বাঁচতে থুরি নিজের শর্তে বাঁচতেই ভালোবাসেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি এক অনুষ্ঠানে শ্বেতা ফের তাঁর পোশাক নিয়ে সচেতন থাকা প্রসঙ্গে বলেন, "আমি কখনও স্লিভলেস পোশাক পরব না। কারণ আমি এখানে নিজের ট্যালেন্ট বেচতে এসেছি শরীর বেচতে নয়।"
  • একইসঙ্গে শ্বেতাকে তখন দক্ষিণী বিনোদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে তুলনা টেনে বলা হয় তুমি ঠিক সাই পল্লবীর মতো এ বিষয় মেনে চল।
  • এ প্রসঙ্গে শ্বেতা আরও বলেন, "আমি সত্যিই সাই পল্লবীকে চিনি না। কখনও তাঁর কোনও ছবিও দেখিনি। তবে আমি নিজে এই বিষয় অনেক দিন ধরেই মেনে আসছি।"
Advertisement