shono
Advertisement
Kyunki Saas Bhi Kabhi Bahu Thi

দু'দিন বাদেই শুরু 'কিঁউ কি...', ঈশ্বরের আশীর্বাদ নিতে 'নাথদ্বারে' স্মৃতি-একতা! কোথায় এই মন্দির?

নতুন যাত্রা শুরুর আগে ঈশ্বরের আশীর্বাদ নেবেন একতা ও স্মৃতি ইরানি।
Published By: Arani BhattacharyaPosted: 07:21 PM Jul 26, 2025Updated: 07:21 PM Jul 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র দু'দিন। তারপরই ২৯ জুলাই থেকে ছোটপর্দায় যাত্রা শুরু করবে টেলিভিশনের ম্যাগনাম ওপাস শো ' কিঁউ কি সাস ভি কভি বহু থি'। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই জার্নিতে সামিল হওয়ার জন্য অপেক্ষায় আছেন তুলসীর অনুরাগীরাও। এবার নতুন যাত্রার আগে ঈশ্বরের আশীর্বাদ নেবেন একতা ও স্মৃতি ইরানি।

Advertisement

শোনা যাচ্ছে, ২৭ জুলাই, রাজস্থানের উদপুরের নাথদ্বার মন্দিরে পুজো দেবেন তাঁরা। নতুন শো নতুন আঙ্গিকে যাতে আগের মতোই দর্শকমনে জায়গা করে নিতে পারে সেই কামনা করেই এদিন পুজো দেবেন তাঁরা। একইসঙ্গে সারবেন নতুন এই ধারাবাহিকের প্রচারও। ৩০০ বছর পুরনো নাথদ্বার মন্দিরের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ। যিনি শ্রীনাথজি রূপে পূজিত হন। এই মন্দিরে দেখা যায় গোবর্ধন পর্বত হাতে শিশু শ্রীকৃষ্ণ হিসাবে।

এবারের গল্প এগিয়ে গিয়েছে প্রায় ২৫ বছর। তুলসী ও মিহিরের পরবর্তী প্রজন্মকেও এবার দেখতে পাবেন দর্শক এবার এই ধারাবাহিকের নতুন পথচলায়। স্বাভাবিকভাবে তাই দেখা যাবে এবার এও ধারাবাহিকে একগুচ্ছ নতুন মুখ। এবার নতুন সিজনে তুলসী ও মিহিরের দুই ছেলের চরিত্রে দেখা যাবে রোহিত সুচান্তি ও আমন গান্ধী। পর্দায় তাঁদের চরিত্রের নাম অঙ্গদ ভিরানি ও হৃতিক ভিরানি। এছাড়াও থাকবে আরও নতুন অনেক চরিত্র।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাতে আর মাত্র দু'দিন। তারপরই ২৯ জুলাই থেকে ছোটপর্দায় যাত্রা শুরু করবে টেলিভিশনের ম্যাগনাম ওপাস শো ' কিঁউ কি সাস ভি কভি বহু থি'।
  • শোনা যাচ্ছে, ২৭ জুলাই, রাজস্থানের উদপুরের নাথদ্বার মন্দিরে পুজো দেবেন তাঁরা।
  • নতুন শো নতুন আঙ্গিকে যাতে আগের মতোই দর্শকমনে জায়গা করে নিতে পারে সেই কামনা করেই এদিন পুজো দেবেন তাঁরা।
Advertisement