shono
Advertisement
Solanki Roy

ছোট পর্দায় ফিরছেন শোলাঙ্কি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

কোন ধারাবাহিকে ফিরছেন শোলাঙ্কি?
Published By: Arani BhattacharyaPosted: 05:29 PM Jul 29, 2025Updated: 05:29 PM Jul 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। শেষ তাঁকে দেখা গিয়েছিল স্টার জলসার 'গাঁটছড়া' ধারাবাহিকে। তারপর বিভিন্ন সিরিজ ও ছবিতে তাঁকে দেখা গেলেও ধারাবহিকে তাঁকে ফের দেখতে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছিলেন অভিনেত্রীর অনুরাগীরা। এবার সেই অপেক্ষার কিছুটা অবসান ঘটতে চলেছে। ছোট পর্দায় ফিরতে চলেছে শোলাঙ্কি। একইসঙ্গে থাকবেন ছোট পর্দার আরও এক অভিনেত্রী তিতিক্ষা দাস।

Advertisement

নতুন কোন ধারাবাহিকে ফিরছেন শোলাঙ্কি, ভাবছেন তো? সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ভিডিও বৌমা'র বিশেষ পর্বে দেখা যাবে শোলাঙ্কিকে। সেই বিশেষ পর্বে থাকবে ইলিশ উৎসবের আয়োজন। আকাশ ও মাটির আয়োজন করা ওই ইলিশ উৎসবে সামিল হবেন শোলাঙ্কি ও তিতিক্ষা বিশেষ অতিথি হিসাবে। ইতিমধ্যে আকাশের সৎ মা রিমঝিম লাহিড়ি বিশাখার সঙ্গে হাত মিলিয়ে আকাশকে মেরে ফেলার ষড়যন্ত্র করে। এমনকি তারা প্ল্যান করে আকাশকে অজ্ঞান করে কফিনে ঢুকিয়ে রাখে। এই অবস্থায় শোলাঙ্কি আর তিতিক্ষাকে সঙ্গে নিয়ে মাটি কি আকাশকে খুঁজে পাবে এখন সেটাই দেখার।

শুরু থেকেই এই ধারাবাহিল এক আলাদা জায়গা পেয়েছে দর্শকের কাছে। গল্পে এসেছে নতুন নতুন মোর। যা ভীষণ উপভোগ করেছেন দর্শক। এমনকি প্রতিটি অনুষ্ঠানের আগেই নতুন নতুন পর্বে চমক পেয়েছেন দর্শক। এবারেও তার ব্যতিক্রম নয়। ভরা বর্ষায় আসছে 'ভিডিও বৌমা' ধারাবাহিকে ইলিশ উৎসব স্পেশাল পর্ব। আর তার সঙ্গেই আসছে দর্শকের কাছে বড় চমক হিসাবে অভিনেত্রী শোলাঙ্কি রায় ও সঙ্গে তিতিক্ষা দাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়।
  • সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ভিডিও বৌমা'র বিশেষ পর্বে দেখা যাবে শোলাঙ্কিকে। সেই বিশেষ পর্বে থাকবে ইলিশ উৎসবের আয়োজন।
  • আকাশ ও মাটির আয়োজন করা ওই ইলিশ উৎসবে সামিল হবেন শোলাঙ্কি ও তিতিক্ষা।
Advertisement