সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের নানা খুনসুটির, বেড়ে ওঠার নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নেন অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার। রবিবাসরীয় সকালে মেয়ের একটি ছবি ভাগ করে নেন অনিন্দিতা। একরত্তি মেয়ের রোজনামচা সেই পোস্টে ভাগ করে নিলেন অনিন্দিতা
অনিন্দিতার পোস্টেই দেখা যাচ্ছে, জানালার ধারে শীতের পোশাকে সেজে রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে তাঁর মেয়ে। মাথায় পরেছে একটি হনুমান টুপি। ঠাকুমার সঙ্গে বাড়ির ওই জানালাতে বসেই পথচলতি মানুষের সঙ্গে নাকি আলাপ জমায় তাঁদের একরত্তি মেয়ে। ক্যাপশনেই তা খোলসা করেছেন অনিন্দিতা। লিখেছেন, 'তোষক জেঠু, সবজি জেঠু, বাসন জেঠু, গ্যাস জেঠু সকলের সঙ্গে কথা বলাটা জরুরী, কথা বলা হয়ে গেলে টাটা করতে হয়...আর জানলা বেয়ে ওঠার অ্যাডভেঞ্চার তো আছেই, শীতের সকাল বলে কথা এবং বাবার হনুমান টুপি ইজ কনস্ট্যান্ট।'
২০২২ সালের ২৬ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। আর এবার দুই থেকে তিন হওয়ার পালা। ‘চ্যাম্পিয়ন’, ‘তুমি আসবে বলে’, ‘কুসুমদোলা’, ‘কে আপন কে পর’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন সুদীপ ৷ অন্যদিকে ‘গুড্ডি’, ‘ধুলোকণা’, ‘পটলকুমার গানওয়ালা’, ‘ভুতু’, ‘করুণাময়ী রাণী রাসমণি’-র মতো সুপারহিট সিরিয়ালে অভিনয় করেছেন অনিন্দিতা ৷ চলতি বছরের মার্চ মাসেই সুদীপ-অনিন্দিতার কোল জুড়ে এসেছিল কন্যাসন্তান। সোশাল মিডিয়ায় এখন মেয়ের মুখ দেখাননি তাঁরা কেউই।
