সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গেই চলে এল হাতে গরম এই সপ্তাহের টিআরপি তালিকা। আর তা আসার সঙ্গে সঙ্গেই দেখা গেল যে নতুন বছরে টিআরপি তালিকায় (Bengali Serial TRP List) এই সপ্তাহে নাম জুড়েছে নতুন ধারাবাহিক 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'-এর। বছরের শুরুতেই স্বস্তিকার ধারাবাহিক করল বাজিমাত। তবে ইন্দ্রজিৎ-তৃণার ধারাবাহিকও জায়গা ছাড়তে একেবারেই নারাজ। বিষয়টা খানিকটা 'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী'র মতো। এই সপ্তাহে যৌথভাবে প্রথম স্থানাধিকারী দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২।
অন্যদিকে গত সপ্তাহ থেকেই ফের ভালো ফল করছে 'রাঙামতী তীরন্দাজ'। এই সপ্তাহে যা পেয়েছে ৭.১ রেটিং। এই সপ্তাহে তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছে 'ও মোর দরদিয়া', পেয়েছে ৬.৮ রেটিং। কমবেশি প্রথম তিনে থাকলেও নতুন বছরে চতুর্থস্থানে রয়েছে 'পরিণীতা', এই সপ্তাহে 'পারুল-রায়ানে'র ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। গত সপ্তাহে তৃতীয় স্থানে থাকলেও এই সপ্তাহে পাঁচ নম্বরে জায়গা পেয়েছে সিরিয়াল 'তারে ধরি ধরি মনে করি', এই সপ্তাহে এই সিরিয়াল পেয়েছে ৬.৪ নম্বর।
এই সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে একগুচ্ছ ধারাবাহিক, সেই তালিকায় রয়েছে ৬.২ রেটিং নিয়ে 'লক্ষ্মী ঝাঁপি'। দর্শকের কাছে বারবার শ্রুতি ও আরাত্রিকার 'জোয়ার ভাঁটা' ধারাবাহিক প্রশংসা পেলেও টিআরপি তালিকাতে এখনও প্রথম পাঁচে থাকতে পারেন। এই সপ্তাহে ৬.০ রেটিং নিয়ে যা রয়েছে সপ্তমস্থানে। জীতু-শিরিনের বহু আলোচিত ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার' নানারকম টুইস্ট নিয়ে এলেও তাতে যে একেবারেই চিঁড়ে ভেজেনি তা হাড়েহাড়ে বুঝিয়ে দিয়েছে। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর, যা এই সপ্তাহে ৫.৯ রেটিং নিয়ে রয়েছে অষ্টমস্থানে। পরিবারের প্রতি নানা দায়িত্বপালনে বদ্ধপরিকর 'দাদামণি' রয়েছে নবমস্থানে ৫.৮ রেটিং নিয়ে। আর সব শেষে অর্থাৎ দশমস্থানে রয়েছে চিরসখা। পেয়েছে ৫.৭ রেটিং।
