প্রতি সপ্তাহের লক্ষ্মীবার মানেই টিআরপি (Bengali Serial TRP) তালিকার দিকে তাকিয়ে থাকেন দর্শক ও ধারাবাহিকের গোটা টিম। উল্লেখ্য, নতুন বছরে কোন ধারাবাহিক কোথায় রয়েছে, কত নম্বর পেয়েছে তা জানতে বেশ খানিকটা অপেক্ষা করতে হল। তবে তা হাতে আসার সঙ্গে সঙ্গেই দেখা গেল নতুন বছরের দ্বিতীয় টিআরপি তালিকাতেও স্ব-স্থানে পরশুরাম। অর্থাৎ শীর্ষ স্থানেই বহাল রয়েছে তৃণা-ইন্দ্রজিতের ধারাবাহিক। 'পরশুরাম আজকের নায়ক' ছাড়াও কোন ধারাবাহিক কত নম্বর পেয়ে তালিকার কোন স্থানে রয়েছে দেখে নিন।
এই সপ্তাহে ৭.৩ রেটিং পেয়ে প্রথমস্থানে 'পরশুরাম আজকের নায়ক।' প্রায় প্রতি সপ্তাহেই পরশুরামের ঘাড়ে নিঃশ্বাস ফেলে স্বস্তিকার 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'। এই সপ্তাহেও দ্বিতীয়স্থান দখল করেছে এই ধারাবাহিক। পেয়েছে ৭.১ রেটিং। পরশুরামের কাছে স্লট হারালেও প্রথম তিনে জায়গা করে নিয়েছে একসময়ের টিআরপি তালিকার শীর্ষস্থানাধিকারী 'পরিণীতা'। তালিকায় তৃতীয়স্থানে রয়েছে এই ধারাবাহিক। 'রায়ান' ও 'পারুলে'র জমজমাট রসায়ন নানা টুইস্টের মোড়কে যেভাবে দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে তাতে এই ধারাবাহিকের এমন প্রাপ্তি খুবই স্বাভাবিক। চতুর্থস্থানে রয়েছে 'রাঙামতী তীরন্দাজ'। ৬.৬ রেটিং নিয়ে এই ধারাবাহিক রয়েছে চতুর্থস্থানে। যদিও সাম্প্রতিককালে ধারাবাহিকে এলিয়েনের আগমন দেখিয়ে চরম ট্রোলের মুখে পড়েছিল এই ধারাবাহিক। আর এবার জায়গা করে নিয়েছে টিআরপি তালিকায় চতুর্থস্থানে।
পঞ্চমস্থানে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি' এবং 'ও মোর দরদিয়া'। পল্লবী ও বিশ্বরূপের ধারাবাহিকও ধীর পায়ে জায়গা তৈরি করছে টিআরপি তালিকায়। আর এবার সোজা পাঁচ নম্বরে জায়গা পেল এই ধারাবাহিক। অন্যদিকে রণিতা দাসের ধারাবাহিক 'ও মোর দরদিয়া'ও যৌথভাবে পঞ্চমস্তাহ্নে জায়গা করে নিয়েছে। যদিও এই মুহূর্তে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ধারাবাহিকের অভিনেত্রী রণিতা। তার মধ্যেও ধারাবাহিকের টিমের জন্য এ এক সুখবর। দুই ধারাবাহিক পেয়েছে ৬.৫ রেটিং।
এই সপ্তাহে 'জোয়ার ভাঁটা'র থেকে স্লট ছিনিয়ে নিয়ে 'স্বতন্ত্র-কমলিনী'র সিরিয়াল 'চিরসখা', পেয়েছে ৬.১। অন্যদিকে স্বস্তিকার ধারাবাহিকের কাছে স্লট হারিয়ে ৫.৯ রেটিং নিয়ে সপ্তমস্থানে রয়েছে 'আমাদের দাদামণি'। শীতের আমেজ গায়ে মেখে এই সপ্তাহে 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে দেখানো হয়েছে পিঠেপুলি উৎসবের বিশেষ পর্ব। কিন্তু তারপরেও অষ্টমস্থানে রয়েছে আরাত্রিকা-শ্রুতির ধারাবাহিক, পেয়েছে ৫.৮ রেটিং। নম্বর কমেছে 'লক্ষ্মী ঝাপি'র। এই সপ্তাহে এই ধারাবাহিকের ভাগ্যে জুটেছে ৫.৭ রেটিং। যৌথভাবে দশম স্থানে রয়েছে জীতু-শিরিনের ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার' ও 'বেশ করেছি প্রেম করেছি'। দুই ধারাবাহিকই পেয়েছে ৫.৬ রেটিং।
