সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় নতুন জার্নি শুরু করে 'পরশুরামে'র ঘাড়ে নিঃশ্বাস ফেললেও তৃণা-ইন্দ্রজিতের ধারাবাহিককে প্রথমস্থান থেকে টলানো যেন প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। একটু একটু করে যেন টুইস্ট প্রকাশ্যে আসছে এই ধারাবাহিকের। আর সেসবকে সঙ্গে নিয়েই এই সপ্তাহেও টপার 'পরশুরাম আজকের নায়ক' সিরিয়াল। যা এই সপ্তাহে পেয়েছে ৭.৩ রেটিং।
এই সপ্তাহে যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছে 'রাঙামতী তীরন্দাজ' ও 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'। বিগত বেশ কিছু সপ্তাহ ধরেই 'রাঙামতী তীরন্দাজ' বেশ ভালো পারফরম্যান্স দেখাচ্ছে টিআরপিতে। একইসঙ্গে পর্দায় জার্নি শুরু করে এই সপ্তাহে যৌথভাবে দ্বিতীয় স্থানাধিকারী এই ধারাবাহিক। এই সপ্তাহে দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। এই সপ্তাহে তৃতীয়স্থানেও রয়েছে যথাক্রমে দু'টি ধারাবাহিক। একটি 'পরিণীতা' ও আরেকটি 'ও মোর দরদিয়া'। চতুর্থস্থানে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি'।.পল্লবী-বিশ্বরূপের ধারাবাহিকের প্রাপ্ত নম্বর এই সপ্তাহে ৬.৮ রেটিং। সেরা পাঁচে জায়গা করে নিয়েছে আরও একটি ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি', পেয়েছে ৬.৪।
এই সপ্তাহে নম্বর কমেছে জীতু-শিরিনের ধারাবাহিকের। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের বিভিন্ন পর্বে টুইস্ট আনার পরও টিআরপি তালিকায় নম্বর বাড়ছে না। এই সপ্তাহে ষষ্ঠস্থানে জায়গা পেয়েছে একসময়ের বিতর্কিত ধারাবাহিক। একইসঙ্গে জায়গা ভাগ করে নিয়েছে এই সপ্তাহে 'আমাদের দাদামণি' সিরিয়ালের সঙ্গে। পেয়েছে ৬.০ রেটিং। এই সপ্তাহে ৫.৯ রেটিং নিয়ে সপ্তমস্থানে রয়েছে 'বশ করেছি প্রেম করেছি' ধারাবাহিক। গত সপ্তাহের থেকে কিছুটা ভালো রেটিং এই সপ্তাহে 'চিরসখা'র। এই সপ্তাহে 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের সঙ্গে যৌথভাবে অষ্টমস্থানে রয়েছে। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮। তালিকার একদম শেষে রয়েছে দুই ধারাবাহিক 'তুই আমার হিরো' এবং 'কনে দেখা আলো। নবম ও দশমস্থানে রয়েছে এই দুই সিরিয়াল। পেয়েছে যথাক্রমে ৫.১ ও ৫.০ রেটিং।
