shono
Advertisement

‘রামমন্দির উদ্বোধন সরকারের কাজ নয়’, আমন্ত্রণ না পেয়ে BJPকে তোপ থারুরের

রামমন্দিরকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে, তোপ কংগ্রেস সাংসদের।
Posted: 06:11 PM Dec 27, 2023Updated: 07:08 PM Dec 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দির নিয়ে মাথা ঘামানো সরকারের কাজ নয়। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, জনকল্যাণ, দেশের সুরক্ষা- এসব নিয়েই সরকারের ভাবা উচিত। রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধনে আমন্ত্রণ না পেয়ে এভাবেই তোপ দাগলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। তাঁর মতে, রাজনৈতিক কারণে মন্দিরকে ব্যবহার করা কখনই উচিত নয়। আসলে রামমন্দিরকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে, আর তাদের সাহায্য করছে সংবাদমাধ্যমগুলো।

Advertisement

বুধবার সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “অনেকেই জানতে চাইছেন আমি রামমন্দিরের উদ্বোধনে যাব কিনা। আমাকে কিন্তু আমন্ত্রণই জানানো হয়নি। তবে এটুকু জানি, ধর্ম পালন করাটা অত্যন্ত ব্যক্তিগত। সেটা রাজনৈতিক অপব্যবহারের বিষয় নয়। রামমন্দিরের উদ্বোধনের খবর আগে থেকেই সকলে জানেন। সেটা নিয়ে খবর করে অযথা প্রচার চালাচ্ছে সংবাদমাধ্যমগুলো। আসলে যারা রামমন্দিরকে ব্যবহার করে ফায়দা তুলতে চাইছে, সংবাদ মাধ্যমগুলো তাদের হাতের পুতুল হিসাবে কাজ করছে। রামমন্দিরকে ব্যবহার করে আসলে নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে চাইছে সরকার।”

[আরও পড়ুন: ‘২ কোটি মহিলাকে লাখপতি বানাব’, লোকসভার আগে নয়া ‘গ্যারান্টি’ মোদির]

বিজেপিকে (BJP) আরও বিঁধে কংগ্রেস সাংসদ বলেন, “মন্দির নিয়ে সরকারের মাথা ঘামানোর প্রয়োজন নেই। চিন্তা করার জন্য বেকারত্ব, মূল্যবৃদ্ধি, জনকল্যাণ, দেশের সুরক্ষা- নানা বিষয় রয়েছে সরকারের কাছে। কিন্তু মিডিয়াকে ব্যবহার করে সেদিক থেকে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে।” উল্লেখ্য, কংগ্রেসের একাধিক নেতাকে রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাঁরা অনুষ্ঠানে যাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে রামমন্দিরের উদ্বোধনকে কার্যত সরকারি অনুষ্ঠানে পরিণত করা হচ্ছে বলে তোপ দেগেছেন একাধিক বিরোধী নেতা।

[আরও পড়ুন: সাইনবোর্ডে নেই কন্নড় লেখা, বিক্ষোভ-ভাঙচুরে উত্তাল বেঙ্গালুরু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement